সরকারি ট্রেজারিতে শুল্ক ও কর সরাসরি জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করেছে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘এ চালান’ নামের এ পদ্ধতির মাধ্যমে এখন আমদানিকারক, রপ্তানিকারক এবং তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্টরা অনলাইনে ঘরে বসেই শুল্ক ও কর সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে পারবেন।

রবিবার (৫ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সব ধরনের শুল্ক-করাদি ‘এ চালান’-এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। এনবিআরের ‘Asycuda World’ সিস্টেম এবং অর্থ বিভাগের ‘আইবাস’ প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এ ব্যবস্থা চালু হয়। ফলে আমদানিকারক ও রপ্তানিকারক তাদের নিজস্ব ব্যাংক হিসাব থেকে অনলাইন কিংবা অফলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক-কর জমা দিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আরটিজিএস পদ্ধতিতে শুল্ক ও কর জমা দিলেও তা সরকারি কোষাগারে পৌঁছাতে কয়েকদিন সময় লেগে যেত। এতে সরকারের নগদ অর্থ প্রবাহে বাধা সৃষ্টি হতো। নতুন ব্যবস্থায় যেকোনো স্থান থেকে যেকোনো সময় অনলাইনের মাধ্যমে শুল্ক পরিশোধ করা যাবে। পরিশোধিত অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারিতে জমা হবে, ফলে সরকার সেই অর্থ সঙ্গে সঙ্গেই খরচ করতে পারবে।

এ চালান একটি ওয়েবভিত্তিক ডিজিটাল সেবা। এর মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক বা তাদের প্রতিনিধি যেকোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (যেমন: বিকাশ, রকেট, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি) ব্যবহার করে শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। পরিশোধের পর সিস্টেম-জেনারেটেড চালান নম্বর ব্যবহার করে পণ্য খালাস করা যাবে। একই সঙ্গে দেশের ৬১টি ব্যাংকের ১১,৭০০টি শাখায় চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমেও অর্থ জমা দেওয়া যাবে।

গত ২৩ এপ্রিল কমলাপুর আইসিডি কাস্টমস হাউসে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু করা হয়। পরে তা পানগাঁও কাস্টমস হাউসে সম্প্রসারিত হয়। সর্বশেষ ৩ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসেও এই ব্যবস্থা চালু হয়েছে। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউসে ‘এ চালান’ ব্যবস্থার মাধ্যমে অনলাইনে শুল্ক-কর জমা নেওয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ড বলছে, এই পদ্ধতির মাধ্যমে সরাসরি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা আসবে এবং সরকারের আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

ঢাকা/এনএফ/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ ন ক রক পর শ ধ সরক র আমদ ন

এছাড়াও পড়ুন:

ইবিএল ও মাস্টারকার্ড আনল বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড

ছবি: ইবিএলের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ