দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
Published: 5th, July 2025 GMT
দিনাজপুরে বাসার সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুন ও বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রিয়াজ উদ্দিন (২০), রুবিনা আক্তার (৪৫), মলয় চন্দ্র (৩০), আমিদা রানী (৪৬), শাহজাহান কবির (৬০), শিরিন আক্তার (৪৫), তার ছেলে স্বচ্ছ (১৩) ও সজীব (২৬) নামের এক শিক্ষার্থী।
আরো পড়ুন:
নরসিংদীর মাধবদী বাজারে আগুন, পুড়লো অর্ধশত দোকান
কড়াই গাছের ভেতরে আগুন জ্বলছে, উৎসুক জনতার ভিড়
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার ওই বাসায় আনা হয়। সিলিন্ডারে সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে আগুন ধরে যায়। পরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী বলেন, ‘‘দগ্ধ অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে, রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গেছে। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
ঢাকা/মোসলেম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫