দিনাজপুরে বাসার সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুন ও বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রিয়াজ উদ্দিন (২০), রুবিনা আক্তার (৪৫), মলয় চন্দ্র (৩০), আমিদা রানী (৪৬), শাহজাহান কবির (৬০), শিরিন আক্তার (৪৫), তার ছেলে স্বচ্ছ (১৩) ও সজীব (২৬) নামের এক শিক্ষার্থী।

আরো পড়ুন:

নরসিংদীর মাধবদী বাজারে আগুন, পুড়লো অর্ধশত দোকান

কড়াই গাছের ভেতরে আগুন জ্বলছে, উৎসুক জনতার ভিড়

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার ওই বাসায় আনা হয়। সিলিন্ডারে সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে আগুন ধরে যায়। পরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী বলেন, ‘‘দগ্ধ অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে, রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গেছে। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

ঢাকা/মোসলেম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন

এছাড়াও পড়ুন:

মৌলিক সংস্কার না হলে স্বৈরাচারী কাঠামো বিরাজমান থাকবে

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কারগুলো না হলে স্বৈরাচারী কাঠামো বিরাজমান থাকবে। এতে আবারও স্বৈরাচারের প্রত্যাবর্তনের আশংকা থেকে যাবে।

শনিবার নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সুজন আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত বছর আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার কয়েকটি সংস্কার কমিশন গঠন করে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম আরও বলেন, ‘নির্বাচনই একমাত্র সমাধান নয়। কারণ আমাদের স্বৈরাচার বিতাড়িত হয়েছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনও বহাল আছে। যে সাংবিধানিক কাঠামো, আইন-কানুন, প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে সেগুলো এখনও বিরাজমান। এগুলোতে পরিবর্তন না আনা হলে আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে পারে ।’

তিনি বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দ্রুত হতে হবে। কিন্তু নির্বাচনের পাশাপাশি কতগুলো সংস্কার ও পরিবর্তনও দরকার। 

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুল হক। এছাড়া বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি মো. নূরউদ্দিন প্রমুখ। সংলাপে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার নাগরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত নিবন্ধ