বলিউড প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরির মেয়ে অংশুলা কাপুরের জীবনে শৈশবেই ছায়া ফেলে পারিবারিক ভাঙন। মাত্র ছয় বছর বয়সেই মনে হয়েছিল, তাঁর কারণেই বাবা-মায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আর সেই বেদনা আরও গভীর হয়, যখন বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী শ্রীদেবীর কোলে আসেন প্রথম সন্তান জাহ্নবী কাপুর।

অংশুলা কাপুর। অংশুলার ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রথম আলোর লেখকদের মতবিনিময় সভা

প্রথম আলোর লেখকদের একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণ–অভ্যুত্থান ও গণমাধ্যম নিয়ে নানা অভিমত ও পরামর্শ উঠে আসে।

অনুষ্ঠানের শুরুতে লেখকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর দীর্ঘ ২৬ বছরের পথচলায় নানা বাধা–বিপত্তি, সীমাবদ্ধতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

লেখকেরা প্রথম আলোর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। বিশেষ করে জুলাই গণ–অভ্যুত্থানের সময়ে অনেক বাধা ও প্রতিকূলতার মধ্যেও প্রথম আলো যে সাহসী ভূমিকা রেখেছে সে জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও জন–বুদ্ধিজীবী ফরহাদ মজহার, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য ম. তামিম, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, আইইউবিএটির অর্থনীতি বিভাগের অধ্যাপক গোলাম রসুল, লেখক ও গবেষক আলতাফ পারভেজ ও গওহার নঈম ওয়ারা।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ, পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম সামছুল হক, বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এস কে তৌফিক হক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌমিত জয়দ্বীপ, লেখক ও গবেষক খান মো. রবিউল আলম।

উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক মাহা মির্জা, সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর–আল–মতিন, ব্যাংকার মামুন রশীদ, আইইউবির অর্থনীতি বিভাগের শিক্ষক এন এন তরুণ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও উন্নয়ন কর্মী নিশাত সুলতানা, লেখক সুবাইল বিন আলম, লেখক ও গবেষক সহুল আহমদ, সাংবাদিক আসজাদুল কিবরিয়া, লেখক মিল্লাত হোসেন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী মোহাম্মাদ ঈসা ইবন বেলাল।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ