কেমন আছে গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবার
Published: 5th, July 2025 GMT
ঢাকার পল্টনের দাবা ফেডারেশন। ২০২৪ সালের ৫ জুলাই বিকেল। জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। চারপাশে নিস্তব্ধতা। সময় তখন ৫টা ৫০ মিনিট।
আচমকাই চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান। চোখের পলকে বদলে যায় দৃশ্যপট। রাজীব উঠে দাঁড়ান। ছুটে আসেন খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীরা। তড়িঘড়ি করে জিয়াকে নিয়ে যাওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। মাত্র ৯ মিনিটেই হাসপাতালে পৌঁছানো গেলেও ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা জানান, আগেই থেমে গেছে জিয়ার হৃৎস্পন্দন।
বাংলাদেশের দাবার ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম ৫০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার জিয়ার চলে যাওয়ার এক বছর পূর্তি আজ। কিন্তু স্ত্রী তাসমিন হোসেনের কাছে আজও দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে দিনটি। তাসমিন বিশ্বাস করতে পারেন না, জিয়া আর নেই।!
তিনি বলেন, ‘এই এক বছরে জিয়া ছাড়া আমাদের জীবন যেন অচল হয়ে ছিল। মনে হয়েছে, ও শুধু খেলতে গেছে। ফিরে আসবে। প্রতিটি ক্ষণে ওর শ্বাস ফেলা টের পাই, ওর কণ্ঠস্বর শুনি।’
খেলতে খেলতেই মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুইশ পেরিয়ে জাকেরকে হারাল বাংলাদেশ
৩৮তম ওভারে দলীয় ২০০ রান পায়। দুইশ পেরিয়ে জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়ের ব্যাটে এগোচ্ছিল বাংলাদেশ। তবে আসিথার বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন জাকের। ৪০ বলে ২৪ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙল ৪৫ রানের ষষ্ঠ উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান তানজিম হাসান। ৬৩ বলে ৪৫ রানে খেলছেন তাওহিদ হৃদয়। ৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০৪ রান।
টিকলেন না শামীম
৪ উইকেটের পর শামীম-হৃদয়ের জুটিতে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু থিতু হয়েও টিকতে পারলেন না শামীম। আসিথার বলে ক্যাচ দিয়ে ২৩ বলে ২২ রান করে ফেরেন শামীম। তার বিদায়ে ভাঙে ৩৭ বলে ৩৩ রানের জুটি। বাংলাদেশ ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানে ব্যাট করছে। ক্রিজে হৃদয়ের সঙ্গী জাকের আলী।
পারভেজের পর ফিরলেন মিরাজ
অনেকক্ষণ ধরেই বাউন্ডারি নেই বাংলাদেশের। তাতে চাপ বাড়ছিল ক্রিজে থাকা ব্যাটারদের। সেই চাপের মধ্যেই হাসারাঙ্গার গুগলিতে বোল্ড হয়ে গেছেন পারভেজ হোসেন। ৬৯ বলে ৬৭ রানে ফিরেছেন এই ওপেনার। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে ১০ বল খেলেই ফিরেছেন মিরাজ। চামিরার বলে সাজঘরে ফেরার আগে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গে আছেন নতুন ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। বাংলাদেশ ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ রানে ব্যাট করছে।
ফিরলেন তানজিদ-শান্ত, ইমনের ফিফটি
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরেছেন ওপেনার তানজিদ তামিম ও তিনে নামা নাজমুল শান্ত।
বাংলাদেশ ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার পারভেজ ইমন ৫১ রানে খেলছেন। তার সঙ্গী তাওহীদ হৃদয়। তানজিদ ৯ ও শান্ত ১৪ রান করে ফিরেছেন।
বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনেছে। লিটন দাসকে বাদ দিয়ে শামীম পাটোয়ারিকে একাদশে নেওয়া হয়েছে। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কাও দুই পরিবর্তন এনেছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিনার দুনিথ ভেল্লালাগে। এসান মালিঙ্কার বদলে খেলছেন পেসার দুশমন্ত চামিরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো।