জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে রবিবার (৬ জুলাই)। 

শনিবার (৫ জুলাই) বিকেলে রাজশাহী নগরের গণকপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পর্যায়ক্রমে এই পদযাত্রা বাংলাদেশের সব জেলা পরিক্রম করবে। রাজশাহীর পদযাত্রা উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। 

আরো পড়ুন:

এনসিপির কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ ছাদিমের

‘৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি’

সংবাদ সম্মেলনে মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “ধারাবাহিক কর্মসূচির ষষ্ঠ দিনে রবিবার রাজশাহীতে এ কর্মসূচি পালিত হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারাসহ জুলাই যোদ্ধাদের এই আগমন রাজশাহীতে এক ঐতিহাসিক মুহূর্ত রচনা করতে যাচ্ছে। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলা ও মহানগর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।”

তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীতে পদযাত্রাটি আসবে। পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার পথে গোদাগাড়ীতে পথসভা করবে। বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরের রেলগেট থেকে শুরু হবে রাজশাহী মহানগরের আনুষ্ঠানিক কর্মসূচি। রেলগেট-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়-গণকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভা অনুষ্ঠিত হবে।”

এনসিপির নেতারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কাটাখালিতে পথসভার পরিকল্পনা রয়েছে। শহীদ পরিবারের সঙ্গে নেতাদের দেখা করারও পরিকল্পনা আছে। 

সংবাদ সম্মেলনের উপস্থিতি ছিলেন- রাজশাহী মহানগরের যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস।

ঢাকা/কেয়া/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট ই পদয ত র এনস প র হ নগর নগর র

এছাড়াও পড়ুন:

‘শান্তির জন্য ভূখণ্ড ছাড় নয়’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করার জন্য রাশিয়াকে কোনো ভূখণ্ড ছাড় দেবে না তারা। তিনি বলেছেন, ইউক্রেনের সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের চুক্তি করার কোনো সুযোগ নেই। তারা হোয়াইট হাউসে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান নেতাদের সঙ্গে বৈঠক শেষে গত সোমবার তিনি এ কথা বলেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে কয়েক দিন ধরে টানা আলোচনা হয়। তবে যুদ্ধ বন্ধে চুক্তি করা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এএফপির খবরে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবারের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠাতে পারেন তাঁরা। ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভূখণ্ড ছেড়ে দিতে আমাদের ওপর চাপ দিচ্ছে রাশিয়া, কিন্তু আমরা কোনো ভূখণ্ড ছাড় দেব না। ইউক্রেনের আইন, সংবিধান এমনকি আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। নৈতিকভাবেও আমরা এটা করতে পারি না।’

রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, ইউক্রেনের সম্মুখসারির বিভিন্ন অংশে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের কাছে অবস্থিত মিরনোহরাদকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। রাশিয়ার দাবি, তারা পোকরোভস্ক দখল করেছে। এর ফলে দোনেৎস্ক ও লুহানস্ক—এই দুই প্রতিবেশী অঞ্চল নিয়ে গঠিত ইউক্রেনের দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে পুতিন আরও এক ধাপ এগিয়ে যাবেন।

সম্পর্কিত নিবন্ধ