জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে রবিবার (৬ জুলাই)। 

শনিবার (৫ জুলাই) বিকেলে রাজশাহী নগরের গণকপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পর্যায়ক্রমে এই পদযাত্রা বাংলাদেশের সব জেলা পরিক্রম করবে। রাজশাহীর পদযাত্রা উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। 

আরো পড়ুন:

এনসিপির কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ ছাদিমের

‘৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি’

সংবাদ সম্মেলনে মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “ধারাবাহিক কর্মসূচির ষষ্ঠ দিনে রবিবার রাজশাহীতে এ কর্মসূচি পালিত হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারাসহ জুলাই যোদ্ধাদের এই আগমন রাজশাহীতে এক ঐতিহাসিক মুহূর্ত রচনা করতে যাচ্ছে। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলা ও মহানগর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।”

তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীতে পদযাত্রাটি আসবে। পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার পথে গোদাগাড়ীতে পথসভা করবে। বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরের রেলগেট থেকে শুরু হবে রাজশাহী মহানগরের আনুষ্ঠানিক কর্মসূচি। রেলগেট-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়-গণকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভা অনুষ্ঠিত হবে।”

এনসিপির নেতারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কাটাখালিতে পথসভার পরিকল্পনা রয়েছে। শহীদ পরিবারের সঙ্গে নেতাদের দেখা করারও পরিকল্পনা আছে। 

সংবাদ সম্মেলনের উপস্থিতি ছিলেন- রাজশাহী মহানগরের যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস।

ঢাকা/কেয়া/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট ই পদয ত র এনস প র হ নগর নগর র

এছাড়াও পড়ুন:

রোহিতের সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’, ঢুকলেন এলিট ক্লাব

ক্রিকেট ইতিহাসে হাতে গোনা কয়েকজন ব্যাটসম্যান সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করতে পেরেছেন। সেই তালিকায় নতুন সংযুক্তি রোহিত শর্মা। আজ শনিবার সিডনিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০৫ বলে ১১টি চার ও ২ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির মাধ্যমে তিন ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ৫০ এ। ওয়ানডের বাইরে টেস্টে ১২টি ও টি-টোয়েন্টিতে ৫টি সেঞ্চুরি রয়েছে তার।

ক্যারিয়ারে ৫০টি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যা সর্বোমট ছিল ৯ জন। এই তালিকায় রোহিত হলেন নাম্বার টেন।

আরো পড়ুন:

রশিদ-জাম্পাকে ছাড়িয়ে বাংলাদেশের রিশাদ

সৌম‌্য-সাইফের তাণ্ডব থামল, রেকর্ডের পাতায় তাদের অর্জন

শুধু তাই নয়, আজ সেঞ্চুরির মাধ্যমে রোহিত ছাড়িয়ে গেছেন বীরেন্দর শেবাগের মোট রান সংখ্যাও। ক্যারিয়ারে শেবাগের করা ১৫ হাজার ৭৫৮ রান টপকে গিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান করা ওপেনার হন হিট ম্যান।

ক্যারিয়ারে শচীন ১০০টি, কোহলি ৮২টি, রিকি পন্টিং ৭১টি, কুমার সাঙ্গাকারা ৬৩টি, জ্যাক ক্যালিস ৬২টি, জো রুট ৫৮টি, হাশিম আমলা ৫৫টি, মাহেলা জয়াবর্ধনে ৫৪টি, ব্রায়ন লারা ৫৩টি ও রোহিত ৫০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ