সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে: আদিলুর রহমান
Published: 8th, August 2025 GMT
চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন প্রসঙ্গে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতামত নিয়ে এটা (স্মৃতিস্তম্ভ) চট্টগ্রামে এমন জায়গায় আমরা স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামের যারা শহীদ- তাদের স্মৃতিটা অম্লান থাকে।”
শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ-এ জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র-জনতাকে সারাজীবন মনে রাখতে হবে। পরবর্তী যেসব সরকার আসবে, তাদেরও এই দায়িত্ব পালন করতে হবে।”
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার: এক বছরে সফলতা ও ব্যর্থতা
বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক এ.
স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার শীতল ঝরণা খালের ওপর ভেঙে পড়া সেতু পরিদর্শনে যান। এসময় তিনি পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটি সংস্কারের জন্য সিটি করপোরেশনের প্রতিনিধিকে নির্দেশ দেন।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট স ম ত স তম ভ উপদ ষ ট স রক ষ সরক র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ব্লগার জিসানের মোটরসাইকেল গাজিপুরে উদ্ধার, গ্রেপ্তার ১
রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়ক থেকে আলোচিত ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটসাইকেলটি গাজিপুরে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় লিমন (২০) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর হয়। এরআগে শুক্রবার গভীর রাতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ’গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিউব ব্লগার জিসান (১৮) নামীয় ভুক্তভোগী ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায় তার বন্ধু ফয়সাল (২২) নিজ নিজ মালিকানাধীন মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে আসে।
পরবর্তীতে রাত ২টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৩জন দুষ্কৃতিকারী ভিকটিম জিসানের মোটসাইকেলের গতিরোধ করে থামায়। উক্ত অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারীর মধ্যে ২ জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে আঙ্গুলে কাটা রক্তাক্ত জখম করে।
পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে আসামি ইমতিয়াজ লিমন ওরফে রিমন (২০) কে গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়।