চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন প্রসঙ্গে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‍“সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতামত নিয়ে এটা (স্মৃতিস্তম্ভ) চট্টগ্রামে এমন জায়গায় আমরা স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামের যারা শহীদ- তাদের স্মৃতিটা অম্লান থাকে।”

শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ-এ জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 

আদিলুর রহমান খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র-জনতাকে সারাজীবন মনে রাখতে হবে। পরবর্তী যেসব সরকার আসবে, তাদেরও এই দায়িত্ব পালন করতে হবে।”

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার: এক বছরে সফলতা ও ব্যর্থতা

বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক এ.

কে.এম. গোলাম মোর্শেদ খানসহ জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। 

স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার শীতল ঝরণা খালের ওপর ভেঙে পড়া সেতু পরিদর্শনে যান। এসময় তিনি পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটি সংস্কারের জন্য সিটি করপোরেশনের প্রতিনিধিকে নির্দেশ দেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট স ম ত স তম ভ উপদ ষ ট স রক ষ সরক র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনী প্রজেক্টের মালামাল চুরিতে বাঁধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনী প্রজেক্টের সরকারি মালামাল চুরির সময় বাঁধা দেয়ায় মো: মিঠু (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সংঘবদ্ধ চোরচক্র।

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মক্কিনগর মাদ্রাসা সংলগ্ন সেনাবাহিনীর ডিএনডি প্রজেক্টে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত মো: মিঠু সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার মো: ইউসুফ সরদারের ছেলে। 

এ ঘটনায় আহত মিঠু বাদী হয়ে একই দিন বিকালে মিজমিজি পূর্বপাড়া কাঠের পুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আকাশ (৪০) এবং তার দুই ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী  মো: সোহাগ (১৯) ও মো: সম্রাট (২২) সহ আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মিঠু উল্লেখ করেন, উল্লেখিত আসামীরা মিলিত ভাবে হিরাঝিল এলাকার মক্কী নগর মাদ্রসা সংলগ্ন সেনাবাহীনি প্রজেক্ট হতে সরকারী মালামাল চুরি করার সময় আমি তাহাদেরকে ডাক দিয়ে চুরি করতে নিষেধ করলে তারা আমার পথরোধ করে আমাকে মারধর করে।

এসময় আমি মাটিতে পরে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে আসামী সোহাগ তার হাতে থাকা চাকু দিয়া আমার বাম হাতের পিছনে পিঠের উপর চাকু মারে। এতে আমার পিঠের উপর প্রায় দুই ইঞ্চি পরিমানে গভীর ক্ষত হয়।

এসময় আসামী সম্রাট আমার হাতে থাকা আনুমানিক ৪ হাজার টাকা মূল্যের দুই ভরি ওজনের দুইটি রুপার আংটি এবং আসামী আকাশ আমার পরিহীত প্যান্টের ডান পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

আমার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে সুযোগ মত পেলে হত্যা করবে বলে হুমকী দিয়ে চলে যায়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী অফিসার বিষয়টি নিয়ে কাজ করছে। 

এ ব্যাপারে র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, যে কোন অপরাধ নির্মূলে র‌্যাব-১১ তৎপর রয়েছে।

উল্লেখ্য, এরআগে গত শুক্রবার (১ আগষ্ট) সকাল ১০টায় একই এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো: জিহাদ (২৩), রবিন (২৮), সাকিব (২২) ও রবিউল (২৫) সহ আরো অজ্ঞাত ১০/১২ জনের একটি ছিনতাইকারী চক্রের হামলায় শফিউল্লা নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে।  

এসময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে মারধর ও ছুরিকাঘাত করে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গত শনিবার (২ আগষ্ট) ভুক্তভোগী শফিউল্লর স্ত্রী পারভীন আক্তার বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল 
  • খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
  • সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনী প্রজেক্টের মালামাল চুরিতে বাঁধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত