চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
Published: 22nd, September 2025 GMT
বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এই রুটে একতা পরিবহন ছাড়া সব বাস বন্ধ আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন শ্রমিকদের সূত্র জানিয়েছে, রাজশাহী হয়ে ঢাকা রুটে চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল করে। যে কারণে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রভাব চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচলেও পড়েছে।
আরো পড়ুন:
ঝালকাঠিতে লাইসেন্স ইস্যুতে চলছে অটোরিকশা ধর্মঘট
পুরাতন সংবিধান দেশের মানুষকে মুক্তি দিতে পারেনি: আখতার
পরিবহন শ্রমিকরা জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলাচল করলে চালককে ১৩০০ টাকা, সুপার ভাইজারকে ৫৭০ টাকা এবং বাস চালকের সহকারীকে ৫২০ টাকা দেন মালিকরা। দীর্ঘদিন ধরে পরিবহন মালিকদের কাছে বেতন বৃদ্ধি দাবি করে প্রতিকার পাননি তারা। এ কারণে চালকের বেতন ২ হাজার টাকা এবং সুপার ভাইজার ও চালকের সহকারীর বেতন ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে রাজশাহীর পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন।
ঢাকায় যেতে বাস কাউন্টারে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুর রশিদ বলেন, “আমি ঢাকায় একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করি। গত কয়েকদিন আগে বাড়িতে এসেছিলাম। এখন ছুটি শেষে ঢাকায় ফিরতে হচ্ছে। কিন্তু ঢাকা স্ট্যান্ডে এসে দেখি এখান থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এখন আমাকে কাটা গাড়িতে (গাড়ি পরিবর্তন করে) ঢাকায় যেতে হবে। এতে বাড়তি টাকাও খরচ হবে।”
একতা পরিবহনের টিকিট মাস্টার নাঈম বলেন, “সব বাস চলাচল বন্ধ থাকলেও দুপুর পর্যন্ত ১৩ টি একতা পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আরো কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।”
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীর পরিবহন শ্রমিকরা সকালে থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একতা পরিবহন বাদে ঢাকাগামী সব বাস বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫০টি ঢাকাগমী বাস চলাচল করে।”
ঢাকা/মেহেদী/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ
এছাড়াও পড়ুন:
পেশীর শক্তি বাড়াতে যেসব খাবার খেতে পারেন
পেশী হল অত্যন্ত বিশেষায়িত সংকোচনশীল কোষ। যা পানি এবং এক-পঞ্চমাংশ প্রোটিন দিয়ে তৈরি। তাই পেশীর আকার ঠিক রাখতে এবং পেশী মেরামত করতে, নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রচুর পরিমাণে পানি পান করা গুরুত্বপূর্ণ।
পেশীর শক্তি বাড়ানোর জন্য প্রোটিন, শর্করা এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার অপরিহার্য। এই উপাদানগুলো পেশী মেরামত এবং গঠনে সহায়তা করে, পাশাপাশি শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। কোন কোন খাবার পেশীর শক্তি বাড়াতে সহায়তা দিতে পারে, চলুন জানা যাক।
মুরগির মাংস
একশো গ্রাম মুরগির মাংস শরীরে ত্রিশ গ্রাম প্রোটিন এবং চার গ্রাম চর্বি সরবরাহ করতে পারে। যার কারণে অনেক ক্রীড়াবিদ নিয়মিত তাদের খাবার তালিকায় মুরগির মাংস অন্তর্ভুক্ত করেন। আপনিও খাবারে মুরগির মাংস যোগ করতে পারেন।
ডিম
ডিমে উচ্চ মানের প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং বি ভিটামিন রয়েছে। যা পেশী গঠনে সহায়তা করে।
মাছ
স্যামন এবং টুনা মাছ প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পেশীর ব্যথা কমাতে এবং পেশী বৃদ্ধিতে সাহায্য করতে পারে।
দই
দইতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে যা ব্যায়ামের পরে পেশী পুনরুদ্ধার এবং বৃদ্ধিতে সহায়তা করতে পারে। দইতে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড থাকে যা একটি বিশেষ ধরণের চর্বি।
ডাল এবং বিনস
মটরশুঁটি, মসুর ডাল এবং অন্যান্য ডাল উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন এবং ফাইবারের ভালো উৎস।
টোফু
সয়াবিন থেকে তৈরি টোফু নিরামিষাশীদের জন্য প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস।
সূত্র: ফিচারফিট
ঢাকা/লিপি