Prothomalo:
2025-09-24@11:31:28 GMT

জরিপ: কোন দলের প্রতি কত সমর্থন

Published: 24th, September 2025 GMT

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতার পছন্দের দল বিএনপি। জামায়াতে ইসলামীকে পছন্দ করেছেন ৩০ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা। আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পছন্দ করেছেন ৪ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সব থানায় মিলবে অনলাইন জিডি সেবা, রেল পুলিশে চালু হচ্ছে কাল

বাংলাদেশ পুলিশের রেলওয়ে ইউনিটের সব থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হচ্ছে। ফলে, দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানা যুক্ত হচ্ছে জাতীয় অনলাইন জিডি প্ল্যাটফর্মে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এর মাধ্যমে দেশের সব থানায় অনলাইন জিডি সেবা পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে। এখন থেকে নাগরিকরা থানায় না গিয়ে ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজ করার উদ্যোগের অংশ হিসেবে এ সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

মোবাইল অ্যাপে মিলবে সেবা

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই একাধিকবার সেবা গ্রহণ করা যাবে।

রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮–এ যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, ভবিষ্যতে অনলাইন জিডির পাশাপাশি ডিজিটাল তদন্ত ও মামলার অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ