রাজধানীর পল্টনে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
Published: 3rd, May 2025 GMT
রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ার নামের বাণিজ্যিক বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানায়। শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাব্বির টাওয়ারের ১১ তলার ছাদে একটি গোদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত পল্টন থানার উপপরিদর্শক মতিউর রহমান গতকাল রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেছিলেন, সাব্বির টাওয়ার মূলত বাণিজ্যিক ভবন। নিচতলায় দোকানপাট রয়েছে। ওপরে রয়েছে বিভিন্ন কোম্পানির অফিস। প্রাথমিকভাবে জানা গেছে, ১১ তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লেগেছে বলে জানা গেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর প্রতি শ্রদ্ধায় আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ আধা বেলা বন্ধ থাকবে
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ আধা বেলা বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার রাতে জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বেলা পৌনে দুইটায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে তাঁর জানাজা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী এম আই ফারুকীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ (রোববার) আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সোয়া একটা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।