পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে আবার এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ও ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। এলোপাতাড়ি গুলিতে সোহান মোল্লা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সোহান মোল্লা ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ, বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার ঈম্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর, পাবনার ঈম্বরদীসহ বিভিন্ন এলাকার বালুমহলের নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনীখ্যাত ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেটি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এই ঘাটে গত ৫ জুন গুলি চালায় কাকন বাহিনী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও গুলি চালায় এ বাহিনী। এ সময় ঘাস কাটতে যাওয়া সোহান হোসেন গুলিবিদ্ধ হন।

ঈম্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার লালখারবাগ এলাকার হযরত আলী স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সানজিদা (৩৮) ও বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ২ ছেলে একই সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  জয়নাল আবেদীন (৫৪) ও সামছুল হক (৪৬)।

গ্রেপ্তারকৃতদের শনিবার (১৮ অক্টোবর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

সম্পর্কিত নিবন্ধ