নকশা ছাড়া ও ইমারত নির্মাণ আইন অমান্য করে ভবন নির্মাণ করায় নারায়ণগঞ্জের ভুঁইগড় শান্তিধারা এলাকায় পাঁচটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজউকের ভ্রাম্যমাণ আদালত প্রথমে একটি পাঁচতলা ভবনে অভিযান শুরু করেন। ভবনটি অনুমোদিত নকশা অমান্য করে ও রাস্তার জায়গা না ছেড়ে নির্মাণ করায় বর্ধিতাংশ শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হয়। একই অভিযোগে একটি দোতলা ও একটি একতলা ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। অপর দিকে একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টের কলামের রড কেটে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।

রাজউকের অনুমোদন ও নকশা ব্যতিরেকে নির্মিত আরেকটি পাঁচতলা ভবনের মালিক আবদুল আজিজ ভূঁইয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অন্য চারটি ভবনের মালিক উপস্থিত না থাকায় তাঁদের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন প্রথম আলোকে বলেন, পাঁচটি ভবনে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি অনুমোদনহীন ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য চারটি ভবনের ক্ষেত্রে মালিকেরা উপস্থিত না থাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে এবং নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনমালিকদের নিয়ম মেনে নির্মাণকাজ পরিচালনার জন্য নোটিশ দেওয়া হবে। তিনি আরও বলেন, রাজউকের আওতাধীন এলাকায় মোট ৩ হাজার ৩৮২টি নির্মাণাধীন ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের মধ্যে কেউ কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়েছেন, কেউ আবার নকশা ছাড়াই নির্মাণ করছেন। এসব ভবনে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভবন র ম র জউক র পর চ ল অন ম দ

এছাড়াও পড়ুন:

দীর্ঘ প্রতিক্ষার পর না.গঞ্জ পাসপোর্ট অফিস চালু

২০২৪-এর জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর বন্ধ হওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দীর্ঘ দশ মাস পর কার্যক্রম শুরু করতে চলেছে।

আগামীকাল রবিবার (৪ এপ্রিল) থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে এলাকায় পুরনো ঠিকানায় পাসপোর্ট সেবা ফের পাওয়া যাবে। 

এর আগে, বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে নারায়ণগঞ্জের পাসপোর্ট প্রত্যাশীরা সরাসরি অফিসে এসে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন এবং ছবি ও বায়োমেট্রিক প্রদানের প্রক্রিয়াও সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই রাতে দুষ্কৃতকারীরা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দেয়। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে বিতরণের অপেক্ষায় থাকা প্রায় আট হাজার পাসপোর্ট পুড়ে যায়। 

শুধু তাই নয়, পুরো অফিস ভবনটিই ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আগুন প্রায় পুরোটা দিন ধরে জ্বলতে থাকে। ঘটনার পূর্বে অফিসে লুটপাটও চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন তৎকালীন উপপরিচালক মাহমুদুল হাসান। 

অগ্নিকাণ্ডের ফলে ভবনের নিচতলা থেকে শুরু করে চতুর্থ তলার গুরুত্বপূর্ণ বায়ো এনরোলমেন্ট যন্ত্রপাতি, প্রশাসনিক বিভাগ, অফিসের সরঞ্জাম, জরুরি নথি, ফাইলপত্র এবং রেকর্ডরুমসহ সবকিছু পুড়ে যায়।

এই ঘটনার কারণে নারায়ণগঞ্জের সাতটি উপজেলার (সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল্লা ও সদর) বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হন। পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য তাদের পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ ও নরসিংদীতে যেতে হয় তাদের।

ঢাকা/অনিক/এস

সম্পর্কিত নিবন্ধ

  • সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক হৃদয়ের পাশে নারায়ণগঞ্জ বিএনপি 
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালালমুক্ত : ডিসি
  • সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ২
  • ৯ মাস পর নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিস চালু
  • নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, দুই কিশোর আটক
  • চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না, বললেন খাদ্য উপদেষ্টা
  • কদম রসুল সেতুটির পশ্চিমাংশের মুখটি পুনঃনির্ধারণের দাবি
  • কবি নাজিম উদ্দিন সুমনের প্রতিবাদী কাব্যগ্রন্থ স্বাধীনতার স্বাধীনতা চাই’র গ্রন্থালোচনা 
  • দীর্ঘ প্রতিক্ষার পর না.গঞ্জ পাসপোর্ট অফিস চালু