ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
Published: 8th, May 2025 GMT
ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগন।
বৃহস্পতিবার (৮ মে) বিকালে মুসলিম নগর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশ গ্রহন করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। এরআগে তারা মুসলিম নগর এলাকার জ্বলাবদ্ধতা পরিদর্শন করেন।
মানববন্ধনে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, বিগত দিনে যারা জন প্রতিনিধি ছিলো তারা এই এলাকার মানুষকে বঞ্চিত করেছে। তারা যদি যথাযথ ভাবে কাজ করতো তাহলে এই জন দূর্ভোগ সৃষ্টি হতোনা।
আবদুল জব্বার বলেন দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই এলাকার জ্বলাবদ্ধতা দূর করতে হবে। আমরা সব সময় জনগনের খেদমতে জনগনের সাথে থাকতে চাই, আমরা চাই একটি কল্যাণ রাস্ট্র। আপনারা আমাদের যদি সুযোগ দেন ইনশাআল্লাহ একটি ইনসাফ পূর্ণ দেশ উপহার দেবো।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবদুল মোমিন সহ অনেক সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত মুসলিম নগর এলাকা জ্বলাবদ্ধতার জন্য প্রায় পাচ লাখ মানুষের যাতায়াতের রাস্তা জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরেছে এলাকার সর্বস্তরের জনগন ।
আব্দুল মোমিন বলেন আগামী পনের দিনের মধ্যে যদি দৃশ্যমান কাজের কোন অগ্রগতি না দেখি এর চেয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
অন্যান্যের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, সালেহ আহমদ, মোক্তার হোসেন ডাক্তার আবুল হোসেন, মহিউদ্দিন, আলম, প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ এল ক র র এল ক
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভের পর সড়কে অভিযান, পাঁচটি যানবাহনকে জরিমানা
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে পাঁচটি যানবাহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং কিছু যানবাহনের চালককে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। তিনি বলেন, এটি তাঁদের নিয়মিত অভিযান। নিরাপদ সড়কের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। চালকের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়। এর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা বাজার মোড়ে বিক্ষোভ–মানববন্ধন করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তাঁরা সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচলে পুলিশ বাধা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কিছু সময় সড়কে যানবাহনও আটকে রাখেন। পরে প্রশাসনের অনুরোধে সড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একইভাবে জেলা শহরে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। এরপর শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।