সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের চারতলা বাড়ি, চারটি প্লট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকাসহ ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বেনজীরের মেয়ের দুবাইয়ে ফ্ল্যাট জব্দ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল একই আদালত এ আদেশ দেন। এ ফ্ল্যাটটির মূল্য ৪০ লাখ দিরহাম (১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা)। এ ছাড়া আমিরাত এনবিডি ব্যাংকের দুই হিসাবে রাইসার নামে থাকা মোট ১ লাখ ৪৩ হাজার ৪৯৭ দিরহাম অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

জামিন পেলেন চয়নিকা চৌধুরী
চেক ডিজঅনার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী চয়নিকা চৌধুরী। গতকাল ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো.

বুলবুল ইসলামের আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন। এর আগে ৬ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

উৎস: Samakal

কীওয়ার্ড: আস দ জ জ ম ন খ ন ক ম ল ব য ক হ স ব তলব

এছাড়াও পড়ুন:

চটের বিছানা নিয়ে বাগবিতণ্ডা, যুবককে হত্যা

গাজীপুরের শ্রীপুরে চটের বিছানায় ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে জুয়েল (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ঘটনাটি ঘটে।

নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চটের বিছানায় ঘুমানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে রাকিব ও তার ভগ্নিপতি রবিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন জুয়েলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে লাগে। এসময় রবিনের হাতও কেটে যায়। আটক দুইজনের বিরুদ্ধেই শ্রীপুর থানায় পূর্বে চুরির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ