সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের চারতলা বাড়ি, চারটি প্লট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকাসহ ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বেনজীরের মেয়ের দুবাইয়ে ফ্ল্যাট জব্দ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল একই আদালত এ আদেশ দেন। এ ফ্ল্যাটটির মূল্য ৪০ লাখ দিরহাম (১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা)। এ ছাড়া আমিরাত এনবিডি ব্যাংকের দুই হিসাবে রাইসার নামে থাকা মোট ১ লাখ ৪৩ হাজার ৪৯৭ দিরহাম অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

জামিন পেলেন চয়নিকা চৌধুরী
চেক ডিজঅনার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী চয়নিকা চৌধুরী। গতকাল ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো.

বুলবুল ইসলামের আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন। এর আগে ৬ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

উৎস: Samakal

কীওয়ার্ড: আস দ জ জ ম ন খ ন ক ম ল ব য ক হ স ব তলব

এছাড়াও পড়ুন:

জুলাই সনদের যে পাতায় সই করেছি, তা বাদ দিয়ে অন্য পাতা ঢোকানো হয়েছে

জুলাই সনদে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বৃষ্টিতে ভিজে সংসদ ভবনের জুলাই সনদে সই করেছি। কিন্তু যে সনদে আমি সই করেছি, আর যেটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে—দুটি এক নয়। আমরা যে পাতায় সই করেছি, তা বাদ দিয়ে সেখানে অন্য পাতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্ট প্রতারণা ও অন্যায়।’’

রবিবার (৯ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের আয়োজনে ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।

আরো পড়ুন:

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি বিজয়ী হবে: ফখরুল

গণভোট-সনদ জনগণ বোঝে না: মির্জা ফখরুল 

অবিলম্বে তফসিল ঘোষণা করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘‘কয়েকটি দল মিলে নির্বাচনকে দেরি করার চেষ্টা করছে। কারণ তারা নির্বাচনকে ভয় পায়। তাই তারা নির্বাচন পেছাতে চায়। কিন্তু, আমাদের কথা খুব পরিষ্কার। নির্বাচন ফেব্রুয়ারি মাসের একদিন বেশি হলে জনগণ তা মেনে নেবে না। সবাই এখন ভোট দিতে চায়, পরিবর্তন চায়; গণতন্ত্র ফিরে পেতে চায়।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘দেশে এখন একটি নাটকীয় অবস্থা তৈরি হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু আমরা জানাতে চাই-জনগণ আর প্রতারিত হবে না।’’

তিনি বলেন, ‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—বিএনপি ক্ষমতায় গেলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। আর আমাদের ঘোষিত ৩১ দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।’’

বিএনপির এই নেতা বলেন, ‘‘আমরা এমন একটি সরকার গঠন করতে চাই—যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার ও কথা বলার স্বাধীনতা। দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।’’

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ