নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাতে জেলা শহরের দেওভোগ এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নিয়েছেন। দুটি সড়ক অবরোধ করেছেন তাঁরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত দেড়টা) সেখানে নারী-পুরুষ–শিশুদের অবস্থান করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ অন্তত ৫০ জন পুলিশ সদস্য আইভীর দেওভোগের নতুন বাড়িতে যান। এ সময় ওসি ও নারী পুলিশসহ অন্তত ৩০ জন পুলিশ সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করেন। আইভীর সমর্থকেরা দেওভোগ ও বাবুরাইল এলাকার মসজিদের মাইকে পুলিশ আসার খবর ঘোষণা করে সবাইকে ঘটনাস্থলে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এরপর তাৎক্ষণিক ওই বাড়ির সামনে তাঁর সমর্থকেরা জড়ো হন এবং আইভীর পক্ষে স্লোগান দিতে থাকেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি আইভীর পুরোনো বাড়ির সামনে অবস্থানরত বিক্ষুব্ধ মানুষদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তাঁর (আইভী) বিরুদ্ধে মামলা আছে। আমরা তাঁকে নিয়ে যাব। আপনারা বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। আপনারা যদি অবস্থান করেন করতে পারেন, আমরাও এখানে অবস্থান করব এবং তাঁকে নিয়ে যাব।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় ছয়টি মামলা আছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করতে তাঁর নারায়ণগঞ্জের বাড়িতে পুলিশ অভিযান চালায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে অভিযানে গেছে পুলিশ। অভিযানে যাওয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তিনি। রাত তিনটায় আইভীর দেওভোগের বাড়িতে তোলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অবস থ ন আইভ র

এছাড়াও পড়ুন:

সাংবাদিক রিয়াজের উপর হামলা : নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন নিন্দা

একাত্তর টিভির রূপগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সদস্য রিয়াজ হোসেন রিয়াজের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ৭ মে (বুধবার) রাত আটটার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরে ছমু মার্কেট এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে পেশাগত কাজ করছিলেন সাংবাদিক রিয়াজ। এসময় ৪-৫ জন যুবক এসে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসিরা রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। 

এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে রিয়াজের শরীর থেঁতলে দেয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সাংবাদিক রিয়াজকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের সাংবাদিক রিয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি।

এদিকে বৃহম্পতিবার বিকেলে আহত রিয়াজকে হাসপাতালে দেখতে যান নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় তারা সাংবাদিক রিয়াজের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের গাড়িতে ওঠার আগে যা বললেন আইভী
  • অভিযানের ৬ ঘণ্টা পর আইভীকে গ্রেপ্তার
  • এলাকাবাসীর প্রতিরোধের ৬ ঘণ্টা পর আইভীকে গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেপ্তার
  • অভিযান শুরুর ৬ ঘণ্টা পর আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
  • তদন্তকারী সংস্থা র‍্যাবের প্রতি দ্রুত অভিযোগপত্র দাখিলের আহ্বান
  • নিহত শিবির কর্মীর পরিবারের খোঁজ খবর নিলেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ
  • সাংবাদিক রিয়াজের উপর হামলা : নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন নিন্দা