আইভীকে গ্রেপ্তারে বাসায় পুলিশ, বাইরে সমর্থকদের অবস্থান
Published: 9th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাতে জেলা শহরের দেওভোগ এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নিয়েছেন। দুটি সড়ক অবরোধ করেছেন তাঁরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত দেড়টা) সেখানে নারী-পুরুষ–শিশুদের অবস্থান করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ অন্তত ৫০ জন পুলিশ সদস্য আইভীর দেওভোগের নতুন বাড়িতে যান। এ সময় ওসি ও নারী পুলিশসহ অন্তত ৩০ জন পুলিশ সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করেন। আইভীর সমর্থকেরা দেওভোগ ও বাবুরাইল এলাকার মসজিদের মাইকে পুলিশ আসার খবর ঘোষণা করে সবাইকে ঘটনাস্থলে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এরপর তাৎক্ষণিক ওই বাড়ির সামনে তাঁর সমর্থকেরা জড়ো হন এবং আইভীর পক্ষে স্লোগান দিতে থাকেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি আইভীর পুরোনো বাড়ির সামনে অবস্থানরত বিক্ষুব্ধ মানুষদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তাঁর (আইভী) বিরুদ্ধে মামলা আছে। আমরা তাঁকে নিয়ে যাব। আপনারা বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। আপনারা যদি অবস্থান করেন করতে পারেন, আমরাও এখানে অবস্থান করব এবং তাঁকে নিয়ে যাব।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় ছয়টি মামলা আছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করতে তাঁর নারায়ণগঞ্জের বাড়িতে পুলিশ অভিযান চালায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে অভিযানে গেছে পুলিশ। অভিযানে যাওয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তিনি। রাত তিনটায় আইভীর দেওভোগের বাড়িতে তোলা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অবস থ ন আইভ র
এছাড়াও পড়ুন:
উকিলপাড়ায় হকারের ঘুষিতে হকার নিহত
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় ফুটপাতের দখলদারিত্ব নিয়ে ঝগড়ায় এক হকারের ঘুষিতে বিমান ওরফে ইমান নামে আরেক হকার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বিমান সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।
নিহত ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী উকিলপাড়া ফুটপাতে মেহেদী, ফুল বিক্রি করে। গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছকে বসানোর পায়তারা করছে।
বৃহস্পতিবার সকালে মেহেদী বিক্রি করছিলো ইমান এসময় গাউছ এসে তার মেহেদী ফেলে দেয়। এ নিয়ে তর্কের একপর্যায়ে গাউছ বিমানকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।