পুলিশের গাড়িতে ওঠার আগে যা বললেন আইভী
Published: 9th, May 2025 GMT
রাতভর নাটকীয়তার পর শুক্রবার ভোরে গ্রেপ্তার হয়ে পুলিশের গাড়িতে ওঠার আগে কয়েকটি কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ শহরে দেওভোগ এলাকায় নিজের নতুন বাড়ির সিঁড়িতে দাঁড়িতে আইভী বলেন, “কী কারণে এই গ্রেপ্তার? আমি কি জুলুমবাজ, আমি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি?”
তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরে আমার এমন কোনো রেকর্ড আছে যে, আমি কোনো দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কীসের জন্য, কী কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে এই অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই।”
“বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছে, তাহলে কী এই বৈষম্য(হীনতা), তাহলে অনেস্ট রাজনীতির, সততার কী মূল্যায়ন?” প্রশ্ন আইভীর।
তিনি বলেন, “আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নাই; তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দেবে ইনশাআল্লাহ।”
এরপর জয় বাংলা স্লোগান দেন আইভী রহমান। সঙ্গে তার সমর্থক ও অনুসারীরাও স্লোগানে গলা মেলান। তারপর পুলিশের গাড়িতে ওঠেন তিনি। এ সময় সেখানে নারী পুলিশ সদস্যদের দেখা যায়।
আইভীকে গ্রেপ্তার পুলিশ অভিযান শুরু করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে। শহরের দেওভোগ এলাকায় আইভীর নতুন বাড়িতে প্রায় ৫০ জন পুলিশ নিয়ে শুরু হয় অভিযান।
আইভীর বাড়িতে পুলিশ যাওয়ার খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা দিয়ে তার সমর্থকরা পথ অবরোধ করে অবস্থান নেয়। আইভীর বাড়ির সামনের সড়কের ১০ থেকে ১২ পয়েন্টে অবস্থান নিয়ে আইভীর গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা করে তারা। এসময় সড়কে বাঁশের বেড়া তুলে বাধার সৃষ্টি করে আইভীর সমর্থকরা।
অবশ্য পুলিশ কঠোর অবস্থান নেয়। আইভীর সমর্থকদের উদ্দেশে হ্যান্ডমাইক দিয়ে পুলিশ ঘোষণা করতে থাকে, “আপনার অবস্থান করুন, আর যাই করুন, আপনারা তাকে (আইভী) গ্রেপ্তার করব। আমরাও বসে থাকব।”
আইভীর বাড়ির সমানে পুলিশের গাড়িবহর অপেক্ষা করতে দেখা যায়।
সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো.
আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়ার তথ্য দিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।
ঢাকা/অনিক/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ আইভ র ব অবস থ ন র সমর
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমীর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ফতুল্লা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর একাডেমি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার শহীদ তিতুমীর একাডেমি'র প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির এবং বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে রাহসিন কবির বলেন, ইভটিজিংয়ের ব্যাপারে আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি বলবো, এবং আপনারা জেনে রাখবেন ধুমপান থেকে মাদকের শুরু, প্রতিষ্ঠানের সামনে কেউ যদি বিশৃঙ্খল করে এজন্য ৯৯৯ এ যোগাযোগ করবেন, আমরা ১ ঘন্টার মধ্যে ব্যাবস্থা নিবো।
মাদক মরনব্যধী, এটাকে মূলোৎপাটন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারন এই সমাজ মাদকের রাহু গ্রাসে শেষ হতে পারে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরোও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এজন্য তোমাদেরকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।ছাত্রদের রক্তের বিনিময়ে এদেশকে আমরা নতুন করে সাজানোর সুযোগ পেয়েছি।
তাই দূর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে যাবে,এটা আমার প্রত্যাশা।সর্বোপরি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার বলেন, এই অঞ্চলের মানুষের যখন কোনো উপায় ছিলো না,তখন তিতুমীরের বাঁশের কেল্লার অবদান ছিল. ঠিক তেমনি তিতুমীরের সেই অবদানকে কাজে লাগাতে পারলে তোমরা স্বার্থক হবে।
শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন,ছাত্রদের ৩৬ জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে,ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই দেশকে জুলুম, নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছি। এই দেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরী করতে ছাত্রদের এগিয়ে আসতে হবে।
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন,কাজে কর্মে পড়াশোনায় তোমরা এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।তিনি উপস্থিতি সকলের উদ্দেশ্যে বলেন, আমরা যদি দেশ গঠনে মনোনীত হতে পারি,তাহলে নেতা হিসেবে নয় আপনাদের সেবক হিসেবে কাজ করবো, ইনশাআল্লাহ।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন শহীদ তিতুমীর একাডেমি'র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সফি উদ্দিন আহমেদ বাদল,ধন্যবাদ জ্ঞাপন করেন শহীদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ শফিউদ্দিন আহামদ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসহাক খান,আই,ই,টি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর কবির,এডভোকেট মনিরুজ্জামান শাহীন,এডভোকেট মোঃ জাহাঙ্গীর দেওয়ান, জাহাঙ্গীর কবির পোকন,নাজনীন জাহান প্রমূখ।