পুলিশের গাড়িতে ওঠার আগে যা বললেন আইভী
Published: 9th, May 2025 GMT
রাতভর নাটকীয়তার পর শুক্রবার ভোরে গ্রেপ্তার হয়ে পুলিশের গাড়িতে ওঠার আগে কয়েকটি কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ শহরে দেওভোগ এলাকায় নিজের নতুন বাড়ির সিঁড়িতে দাঁড়িতে আইভী বলেন, “কী কারণে এই গ্রেপ্তার? আমি কি জুলুমবাজ, আমি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি?”
তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরে আমার এমন কোনো রেকর্ড আছে যে, আমি কোনো দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কীসের জন্য, কী কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে এই অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই।”
“বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছে, তাহলে কী এই বৈষম্য(হীনতা), তাহলে অনেস্ট রাজনীতির, সততার কী মূল্যায়ন?” প্রশ্ন আইভীর।
তিনি বলেন, “আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নাই; তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দেবে ইনশাআল্লাহ।”
এরপর জয় বাংলা স্লোগান দেন আইভী রহমান। সঙ্গে তার সমর্থক ও অনুসারীরাও স্লোগানে গলা মেলান। তারপর পুলিশের গাড়িতে ওঠেন তিনি। এ সময় সেখানে নারী পুলিশ সদস্যদের দেখা যায়।
আইভীকে গ্রেপ্তার পুলিশ অভিযান শুরু করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে। শহরের দেওভোগ এলাকায় আইভীর নতুন বাড়িতে প্রায় ৫০ জন পুলিশ নিয়ে শুরু হয় অভিযান।
আইভীর বাড়িতে পুলিশ যাওয়ার খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা দিয়ে তার সমর্থকরা পথ অবরোধ করে অবস্থান নেয়। আইভীর বাড়ির সামনের সড়কের ১০ থেকে ১২ পয়েন্টে অবস্থান নিয়ে আইভীর গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা করে তারা। এসময় সড়কে বাঁশের বেড়া তুলে বাধার সৃষ্টি করে আইভীর সমর্থকরা।
অবশ্য পুলিশ কঠোর অবস্থান নেয়। আইভীর সমর্থকদের উদ্দেশে হ্যান্ডমাইক দিয়ে পুলিশ ঘোষণা করতে থাকে, “আপনার অবস্থান করুন, আর যাই করুন, আপনারা তাকে (আইভী) গ্রেপ্তার করব। আমরাও বসে থাকব।”
আইভীর বাড়ির সমানে পুলিশের গাড়িবহর অপেক্ষা করতে দেখা যায়।
সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো.
আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়ার তথ্য দিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।
ঢাকা/অনিক/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ আইভ র ব অবস থ ন র সমর
এছাড়াও পড়ুন:
অভিযান শুরুর ৬ ঘণ্টা পর আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
অভিযান শুরুর নাটকীয় সাড়ে ৬ ঘণ্টা পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে তাঁর বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়িবহর নিয়ে পুলিশও ছিল সতর্ক অবস্থানে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তাঁর নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের ১০-১৫টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাঁকে গ্রেপ্তার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। তিনি বলেছিলেন, দিনের আলো ফুটলে যাবেন। গ্রেপ্তার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন। তাঁকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে।