ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যকার উত্তেজনা নামিয়ে আনা উচিত মন্তব্য করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই পারমাণবিক শক্তিধর দুই এশীয় প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করে না এবং তাদের মধ্যে যুদ্ধ মোটেও ‘আমাদের দেখার বিষয় নয়’।

গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেছেন।

ভ্যান্স বলেন, ‘আমরা চাই, যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি শান্ত হোক। তবে এই দেশগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা বড়জোর এই দেশগুলোকে উত্তেজনা কিছুটা প্রশমিত করার জন্য উদ্বুদ্ধ করতে পারি। তবে আমরা এমন যুদ্ধের মধ্যে জড়াতে চাই না যা মূলত আমাদের দেখার বিষয় নয়। এটা এমন কোনো বিষয় নয়, যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের সুযোগ আছে।’

চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে চাওয়া যুক্তরাষ্ট্র ভারতকে একটি গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে বিবেচনা করে থাকে। পাকিস্তানও যুক্তরাষ্ট্রের মিত্রদেশ। তবে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের গুরুত্ব কমে গেছে।

ভ্যান্স বলেন, ‘আমরা চাই, যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি শান্ত হোক। তবে এই দেশগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা বড়জোর এই দেশগুলোকে উত্তেজনা কিছুটা প্রশমিত করার জন্য উদ্বুদ্ধ করতে পারি। তবে আমরা এমন যুদ্ধের মধ্যে জড়াতে চাই না যা মূলত আমাদের দেখার বিষয় নয়। এটা এমন কোনো বিষয় নয়, যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের সুযোগ আছে।’

কয়েকজন বিশ্লেষক এবং সাবেক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধে কূটনৈতিক লক্ষ্য অর্জনের দিকেই এখন যুক্তরাষ্ট্রের মনোযোগ। আর সে কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা শুরুর প্রাথমিক সময়টাতে যুক্তরাষ্ট্র সরকার এ দুই দেশ খুব একটা সরাসরি চাপ না–ও দিতে পারে। ভারত-পাকিস্তানকে নিজেদের মতো ছেড়ে দিতে পারে ওয়াশিংটন।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের মধ্যে বড় সংঘর্ষ চলাকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আরও বেশি পাল্টা হামলা ‘ক্রমাগত অনিবার্য’ হয়ে উঠছে। এদিন পাকিস্তান ও ভারত একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ এনেছে। দুদিনের লড়াইয়ে প্রায় চার ডজন মানুষ নিহত হয়েছে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চির বৈরী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে এ উত্তেজনা শুরু হয়। পেহেলগামের সে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে এবং এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করে।

বৃহস্পতিবার ভ্যান্স বলেন, ‘আমাদের আশা, এই পরিস্থিতি যেন আরও বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়। ঈশ্বর না করুন, এটি যেন পারমাণবিক সংঘাতে রূপ না নেয়।’

আরও পড়ুনভারত-পাকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর২ ঘণ্টা আগে

সম্প্রতি ওয়াশিংটন নিয়মিতভাবে দুই দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দুই পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান এবং সরাসরি সংলাপের ওপর জোর দেন।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, তিনি আশা করেন দুই দেশ পাল্টাপাল্টি হামলা থামাবে। ‘দায়িত্বশীল সমাধান’-এর পথে এগোনোর জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুনভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন ট্রাম্প, প্রয়োজনে সহায়তার আশ্বাস০৭ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য আম দ র বল ছ ন

এছাড়াও পড়ুন:

জুলাই সনদের যে পাতায় সই করেছি, তা বাদ দিয়ে অন্য পাতা ঢোকানো হয়েছে

জুলাই সনদে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বৃষ্টিতে ভিজে সংসদ ভবনের জুলাই সনদে সই করেছি। কিন্তু যে সনদে আমি সই করেছি, আর যেটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে—দুটি এক নয়। আমরা যে পাতায় সই করেছি, তা বাদ দিয়ে সেখানে অন্য পাতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্ট প্রতারণা ও অন্যায়।’’

রবিবার (৯ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের আয়োজনে ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।

আরো পড়ুন:

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি বিজয়ী হবে: ফখরুল

গণভোট-সনদ জনগণ বোঝে না: মির্জা ফখরুল 

অবিলম্বে তফসিল ঘোষণা করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘‘কয়েকটি দল মিলে নির্বাচনকে দেরি করার চেষ্টা করছে। কারণ তারা নির্বাচনকে ভয় পায়। তাই তারা নির্বাচন পেছাতে চায়। কিন্তু, আমাদের কথা খুব পরিষ্কার। নির্বাচন ফেব্রুয়ারি মাসের একদিন বেশি হলে জনগণ তা মেনে নেবে না। সবাই এখন ভোট দিতে চায়, পরিবর্তন চায়; গণতন্ত্র ফিরে পেতে চায়।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘দেশে এখন একটি নাটকীয় অবস্থা তৈরি হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু আমরা জানাতে চাই-জনগণ আর প্রতারিত হবে না।’’

তিনি বলেন, ‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—বিএনপি ক্ষমতায় গেলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। আর আমাদের ঘোষিত ৩১ দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।’’

বিএনপির এই নেতা বলেন, ‘‘আমরা এমন একটি সরকার গঠন করতে চাই—যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার ও কথা বলার স্বাধীনতা। দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।’’

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ