বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিনারুল নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে আদালতে হজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ এর বিচারক মো.

মাঈনউদ্দিন কাদির। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়ছে আগামী ২৬ মে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান।

আরো পড়ুন:

ডিএনসিসি প্রশাসক
বাতাসের গুণগতমান যাচাইয়ের জন্য আধুনিক যন্ত্র স্থাপন করা হবে

আরিফুর রহমানকে মিরপুর পৌর মেয়র ঘোষণার নির্দেশ

তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

এর আগে, আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ির সামনে কয়েক হাজার সমর্থক অবস্থান করছিলেন।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায়  তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। খবর পেয়ে আইভীর সমর্থকরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুইটি সড়কের ১০-১৫টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন। শুক্রবার ভোর পৌঁনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/অনিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ আওয় ম ল গ ন র য়ণগঞ জ আইভ ক

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে মামুন মাহমুদের উদ্যোগে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে সোনারগাঁয়ে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১২শ’ রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এতে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ, চশমা সরবরাহ করা হচ্ছে। এছাড়াও ডায়াবেটিস, রক্তের গ্রুপ, ডেঙ্গু টেস্ট করা হয়েছে।

এর আগের ৭টি ফ্রী মেডিকেল ক্যাম্পে ১৬ হাজারের বেশী রোগীর এসব সেবা গত ১৮ দিনে দেওয়া হয়েছে বলে ক্যাম্প পরিচালনায় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমি এই এলাকায় এমপি-মন্ত্রী হতে আসিনি। মানুষের সেবা করতে এসেছি। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে সেবার মাধ্যমে তার প্রচারণা করতে এসেছি। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী সামসুল ইসলাম এর সভাপতিত্বে এসময়ে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডাক্তার মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ওবায়দুর রহমান এবং ধ্রুবতারা যুব সংঘের সভাপতি কাজী নাজমুল ইসলাম লিটু।

উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মৃধা প্রমূখ। সভা শেষে তিনি রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
 ‎
 

সম্পর্কিত নিবন্ধ

  • ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সতর্কতামূলক প্রচারাভিযান 
  • বিএনপির মনোনীত প্রার্থী মাসুদের পক্ষে আনুর নেতৃত্বে ‎শহরে গণসংযোগ
  • ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা, কথিত বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ
  • বন্দরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল 
  • নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
  • দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী সালমার স্বপ্নপূরণে ডিসি জাহিদুলের সহায়তা
  • মাসুদ ভাই আপনাদের উন্নয়নে, সমস্ত কর্মকাণ্ডে পাশে থাকবেন : সজল
  • সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি কারাগারে
  • নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • সোনারগাঁয়ে মামুন মাহমুদের উদ্যোগে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত