পুলিশের গাড়িতে আইভী সমর্থকদের হামলার চেষ্টা : প্রতিহত করল যুবদল
Published: 9th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডাঃ সেলিনা হায়াত আইভী বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে আইভীকে গ্রেপ্তার শেষে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িবহরে হামলা মামলায় আইভীর সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে পুলিশের গাড়িকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দেয়।
জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সাবেক মেয়র আইভী গ্রেফতার করে পুলিশ পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নিয়ে যেতে চাইলে শহরের কালীবাজার গ্রীন্ডলেজ ব্যাংকের মোড়ে পৌঁছালে আইভীর মুক্তি চেয়ে মিছিল করে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণসহ অতর্কিত হামলা চালায় আইভীর সমর্থক ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এসময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। আইভী সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাত এগারোটা থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিশৃঙ্খলা রোধে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
যাতে করে আইভীকে গ্রেফতারের পর শহরে আওয়ামী লীগের নেতাকর্মী না কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তার জন্য তারা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল বের করেন।
এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র -জনতার হত্যা মামলার আসামি সাবেক মেয়র আইভীকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ি চারপাশ ঘিরে রাখে। এবং তারা শহরে অরাজগতা ও বিশৃঙ্খলা করার করবে বলে আমরা জানতে পারি।
তারপর থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা আমরা রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেই এবং প্রতিরোধ গড়ে তুলি। শহরে আমাদের মহানগর যুবদলের অবস্থান দেখে তারা কোন ধরনের বিশৃঙ্খলা করার সাহস পাইনি।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ে হঠাৎ করে আইভীর মুক্তি চাই স্লোগান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা পুলিশের গাড়িতে হামলা চালায়।
এসময় যুবদলের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে পুলিশের গাড়িকে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ করে দেয়। আমাদের যুবদলের নেতাকর্মীদের পুলিশের গাড়িকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ আওয় ম ল গ ল গ র ন ত কর ম ও আওয় ম অবস থ ন ত র কর আইভ র আইভ ক শহর র
এছাড়াও পড়ুন:
“গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”
গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা।
তাঁরা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে।
কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।