নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডাঃ সেলিনা হায়াত আইভী বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার সকালে আইভীকে গ্রেপ্তার শেষে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িবহরে হামলা মামলায় আইভীর সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে পুলিশের গাড়িকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দেয়। 

জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সাবেক মেয়র আইভী গ্রেফতার করে পুলিশ পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নিয়ে যেতে চাইলে শহরের কালীবাজার গ্রীন্ডলেজ ব্যাংকের মোড়ে পৌঁছালে আইভীর মুক্তি চেয়ে মিছিল করে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণসহ অতর্কিত হামলা চালায় আইভীর সমর্থক ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। 

এসময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। আইভী সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়েছে। 

এদিকে বৃহস্পতিবার রাত এগারোটা থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিশৃঙ্খলা রোধে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। 

যাতে করে আইভীকে গ্রেফতারের পর শহরে আওয়ামী লীগের নেতাকর্মী না কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তার জন্য তারা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল বের করেন। 

এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র -জনতার হত্যা মামলার আসামি সাবেক মেয়র আইভীকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ি চারপাশ ঘিরে রাখে। এবং তারা শহরে অরাজগতা ও বিশৃঙ্খলা করার করবে বলে আমরা জানতে পারি।

তারপর থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা আমরা রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেই এবং প্রতিরোধ গড়ে তুলি। শহরে আমাদের মহানগর যুবদলের অবস্থান দেখে তারা কোন ধরনের বিশৃঙ্খলা করার সাহস পাইনি। 

তিনি আরও বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ে হঠাৎ করে আইভীর মুক্তি চাই স্লোগান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা পুলিশের গাড়িতে হামলা চালায়। 

এসময় যুবদলের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে পুলিশের গাড়িকে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ করে দেয়। আমাদের যুবদলের নেতাকর্মীদের পুলিশের গাড়িকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল য বদল ন র য়ণগঞ জ আওয় ম ল গ ল গ র ন ত কর ম অবস থ ন ও আওয় ম ত র কর আইভ ক শহর র আইভ র

এছাড়াও পড়ুন:

পূজায় নিরাপত্তার ঝুঁকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরো বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।”

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

আরো পড়ুন:

কিশোরগঞ্জে কালীবাড়ী প্রাঙ্গণে মহালয়ার অনাড়ম্বর আয়োজন

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে বিএনপির পাহারা থাকবে: দুলু

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবছর প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি সাতজন করে ভলেন্টিয়ার নিয়োগ দেবে। আনসার সদস্য থাকবেন আটজন করে। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।” 

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবির কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবির কুমার সাহাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমীর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ কার্যালয়ের শুভ উদ্বোধন 
  • নাসিক প্রশাসককে আমরা নাঃগঞ্জবাসী’র স্মারকলিপি পেশ
  • শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  • মডেল গ্রুপের মাসুদুজ্জমানের বিএনপিতে যোগদান
  • পূজায় নিরাপত্তার ঝুঁকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নিজেদের টাকায় কেনা নতুন দুই জাহাজ যুক্ত হচ্ছে বিএসসির বহরে
  • অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  • রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ব্লগার জিসানের মোটরসাইকেল গাজিপুরে উদ্ধার, গ্রেপ্তার ১