ব্রহ্মপুত্রে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
Published: 12th, May 2025 GMT
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার (১২ মে) সকাল ৭ টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ইব্রাহিম আলী ও ইমরান হোসেন আপন দুই ভাই। গত শনিবার (১০ মে) বেলা ৩ টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। পরে আজ (সোমবার) সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ৬ বছর পূর্বে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয়। এরপর তাদের মায়ের অন্যত্র বিয়ে হলে শিশু দুটি চর জলঙ্গারকুঠির নানা বাড়িতে থাকতো।
ঢাকা/বাদশাহ্/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক সমিতির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে এক সভায় এ কমিটি গঠিত হয়। এতে বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ব্যাচের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
কমিটির সভাপতি নির্বাচিত হন রাজধানীর মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিলের প্রধান শিক্ষক (নন-ক্যাডার) মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা আনছার মিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (নন-ক্যাডার) ছোটন চন্দ্র রায়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সোহাগ সিদ্দিকী, পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনগঞ্জ, নেত্রকোনা, সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন রায়হান আহমেদ, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাইমুড়ী, নোয়াখালী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কামরুল ইসলাম রাশেদ, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার, ঢাকা এবং ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজু মণ্ডল, গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা, খুলনা।
আগামী তিন বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়েছেন। বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দের আন্তঃসম্পর্ক বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, সার্ভিস সংক্রান্ত বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধান এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এই সমিতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।