ব্রহ্মপুত্রে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
Published: 12th, May 2025 GMT
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার (১২ মে) সকাল ৭ টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ইব্রাহিম আলী ও ইমরান হোসেন আপন দুই ভাই। গত শনিবার (১০ মে) বেলা ৩ টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। পরে আজ (সোমবার) সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ৬ বছর পূর্বে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয়। এরপর তাদের মায়ের অন্যত্র বিয়ে হলে শিশু দুটি চর জলঙ্গারকুঠির নানা বাড়িতে থাকতো।
ঢাকা/বাদশাহ্/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘তোমার জন্যই মা হতে পেরেছি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে