শ্যামা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ
Published: 22nd, October 2025 GMT
শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে বন্দর উপজেলা ও মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে গভীর রাত পর্যন্ত ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা এ পূজামন্ডপ পরিদর্শন করেন।
শ্যামা মায়ের পুজা পরিদর্শনে নেতৃত্ব দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি হরি সাহা, মহানগর ঐক্য পরিষদের সহ সভাপতি বিপ্লব ঘোষ মনা, বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সুব্রত সাহা, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক সুজন দাস, অনুষ্ঠান উপকমিটির আহবায়ক অজয় সুত্রধর, সদস্য সচিব তপন ধর, সদস্য মিলন বিশ্বাস হৃদয়, তুলশী ঘোষ, জিতু দাস, জয়ন্ত কুমার সাহা পিংকু,জীবন সাহা, রঞ্জিত দাস,বিপুল পোদ্দার, সত্যরঞ্জন দেবনাথ, রিপন বিশ্বাস, চন্দন কুমার চন্দ, ভোলানাথ পোদ্দার, প্রদীপ দে, ইন্দ্রজিৎ রায়, ভবেন দাস, সুজিত সাহা, হিরেন দাস, পনির বর্মন, মানিক বিশ্বাস, সনি সাহা, হরিপদ পাল, কিশোর দাস, বিপ্লব বাড়ৈ, প্রণয় সিংহ, বিজন সাহা, উত্তম কুমার দাসের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো একটি টিম গভীর রাত পর্যন্ত বন্দর উপজেলা ও মহানগরের বিভিন্ন মন্দির ও পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুজানুষ্ঠানের খোঁজ খবর নেন ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ঐক্য পরিষদের বিভিন্নস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সদস্যবৃন্দ পূজামণ্ডপে গিয়ে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় স্থানীয় পুজা কমিটি, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ, সুধীসমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, শ্যামা পূজা হচ্ছে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়গানের উৎসব। এই পূজার মাধ্যমে সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক এই কামনাই আমাদের।
তাছাড়া নেতৃবৃন্দ বন্দর ঋষিপাড়া রক্ষা কালী মন্দিরে বন্দর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজিত আরতী প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন। আরতি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সভাপতি হরি সাহা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজন দাস।
পুজা পরিদর্শন নেতৃবৃন্দ বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন, সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য, নেতৃবৃন্দ গত সোমবার শ্যামা মায়ের পুজার দিন সন্ধ্যা হতে সারারাত মহানগরের বিভিন্ন পুজা মন্ডব ও মন্দির পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মন দ র ন কর ন সদস য
এছাড়াও পড়ুন:
দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব : শিল্পপতি বাবুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরে ব্যাপক গনসংযোগ করছেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ আছর বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদে নামাজ আদায়ের পর গনসংযোগ শুরু করেন তিনি । পরে গনসংযোগটি বন্দরে ২০ নং ওয়ার্ড ঘুরে ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ বটতলা এসে শেষ হয়।
গনসংযোগ কালে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী আবু জাফর আহমেদ বাবুল বলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির নিতীনিধারকরা নারায়নগঞ্জ ৫ আসনের উন্নয়নে ধানের শীষ প্রতিকে যাকে মনোনয়নপত্র দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে হয়ে কাজ করব। সে সাথে এ আসনে বিএনপি প্রার্থীকে বিপুল ভোট নির্বাচিত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে গনসংযোগ কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারন সম্পাদক হাজী আব্দুর রাশেদ টিটু, ২৩ নং বিএনপি নেতা স্বজন, র্নিঝন, পলক, পাভেল, ২১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোরসালিন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাহিদুল হক মামুন, ২০ নং বিএনপি নেতা জাব্বার পাঠান, ওয়ালিদ মুন্সি, এসাক ও শাহীন, ২০ নং ওয়ার্ড যুবদলের নেতা নাদিম মাহামুদ, শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর হোসেন,আক্তার হোসেন, আলম, ও মন্টি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী জাকির হোসেন, সাঈদ, ফারুকুল ইসলাম প্রমুখ।