গোপালগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
Published: 22nd, October 2025 GMT
গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন শেখকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২২ অক্টোবর) সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের রতন শেখের ছেলে।
র্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার রেজাউল হক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের সদস্যরা সাভারের হেমায়েতপুরে অভিযান চালায়। এ সময় চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।’’
ঢাকা/বাদল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন ইংরেজি মাধ্যমের ৪২ শিক্ষার্থী
দেশের ২৩টি ইংরেজি মাধ্যম স্কুলের ৪২ জন মেধাবী শিক্ষার্থীর একাডেমিক সাফল্য উদ্যাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকায় আয়োজিত হয় ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’।
২০২৫ সালের মে/জুন সেশনের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং পিয়ারসন এডএক্সেলের (ও লেভেল/আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই) পরীক্ষায় নয়টি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মানজনক পুরস্কার দেওয়া হয়। যুক্তরাজ্যের এক্সাম বোর্ডগুলোর পক্ষে ব্রিটিশ কাউন্সিল এ পরীক্ষা পরিচালনা করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের নিষ্ঠা ও সাফল্য উদ্যাপন করছি; একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। যাঁরা এবার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি, তাঁদের প্রচেষ্টাও সমানভাবে গুরুত্বপূর্ণ; সামনে নিশ্চয়ই তাঁরা প্রচেষ্টার সুফল পাবেন। সব শিক্ষার্থীকে স্বপ্নপূরণের পথে অভিনন্দন ও শুভকামনা জানাই।’
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
আরও পড়ুনইউরোপের সেরা ১০ বৃত্তি ও ফেলোশিপের খোঁজ১১ ঘণ্টা আগেআয়োজনের মূল আকর্ষণ ছিল পুরস্কার প্রদান পর্ব। ৪২ শিক্ষার্থীকে তাঁদের অনন্য ফলের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুই শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন এক্সাম বোর্ডের প্রতিনিধি। অনুষ্ঠানের অন্য অতিথিদের মধ্যে ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা; পিয়ারসন এডএক্সেল বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস; পিয়ারসন এডএক্সেল বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা এবং অক্সফোর্ড একিউএর কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা। বিজ্ঞপ্তি
আরও পড়ুনব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন মারিয়া রেহমান১৫ অক্টোবর ২০২৫