ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার হানেগবি নিজেই এক বিবৃতিতে এমন কথা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, পরিষদের উপপ্রধান গিল রিচকে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে।

গতকাল সন্ধ্যায় হানেগবি এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ (মঙ্গলবার) আমাকে বলেছেন, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদে নতুন করে কাউকে প্রধান হিসেবে নিয়োগের পরিকল্পনা করছেন। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমার মেয়াদ আজ শেষ হলো।’

এর কিছুক্ষণ পরই নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রিচকে পরিষদের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত তিন বছর ধরে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সেবা দেওয়ার জন্য জাচি হানেগবিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি তাঁর ভবিষ্যতের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।’

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে কেন্দ্র করে অনেক দিন ধরেই হানেগবি ও নেতানিয়াহুর মধ্যে বিরোধ চলছিল। এ দ্বন্দ্বের কারণে হানেগবির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সরে যাওয়াটা প্রত্যাশিতই ছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাজা নগরীকে সম্পূর্ণভাবে সামরিক দখলের বিরোধিতা ও হামাসের সঙ্গে আংশিক চুক্তিকে সমর্থন দিয়ে আসছিলেন হানেগবি। এ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর দ্বন্দ্ব তৈরি হয়।

আরও পড়ুনগাজায় যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য ডেকে এনেছে ৬টি বড় বিপদ১৮ অক্টোবর ২০২৫

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালিয়েছিল। হানেগবি তাঁর বিবৃতিতে ওই হামলা ঠেকাতে ব্যর্থতার কারণ জানার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের ব্যর্থতার দায়ও স্বীকার করেছেন।

নেতানিয়াহু সরকার এখনো এই ঘটনার তদন্তে কোনো কমিশন গঠন করেনি। ইসরায়েলের বিরোধী দলের অভিযোগ, তিনি এই প্রক্রিয়াকে বিলম্বিত করছেন।

জাচি হানেগবিকে বরখাস্ত করার সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট।

প্রভাশালী লিকুদ নেতা ও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হানেগবি ২০২৩ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি জননিরাপত্তা, গোয়েন্দা ও আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র কর ছ ন

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জনের কারাদণ্ড

মুন্সীগঞ্জের সদর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ইলিশ মাছ কেনাবেচার সময় গ্রেপ্তার ১২ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০০ কেজি ইলিশ ও ১০ লাখ মিটার জাল জব্দ করা হয়। 

বুধবার (২২ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, মৎস্য অফিস, সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। 

আরো পড়ুন:

মেঘনায় গ্রেপ্তার ২৮ জেলেকে জেল-জরিমানা

টাঙ্গাইলে ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

ইলিশের প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ শিকার বন্ধে গত ৪ অক্টোবর থেকে ২২ দিন দেশের নদী-সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, বেচাকেনা বন্ধ থাকবে। 

জেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম জানান, মা ইলিশ সংরক্ষণে এ দিন ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বেহেরপাড়া থেকে ইস্মানিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ কেনাবেচা করায় ১২ ক্রেতা ও বিক্রেতাকে আটক, ইলিশ ও জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাদের ৭ দিন করে কারাদণ্ড দেন। 

তিনি আরো জানান, জব্দকৃত ইলিশ স্থানীয় কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, সদরের চরআব্দুল্লাহ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম প্রমুখ। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত নিবন্ধ