Risingbd:
2025-10-22@11:14:16 GMT

পঁয়ত্রিশে থেমে গেল গায়কের জীবন

Published: 22nd, October 2025 GMT

পঁয়ত্রিশে থেমে গেল গায়কের জীবন

ভারতীয় গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন মারা গেছেন। ফকির নামেও পরিচিত এ শিল্পী। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৫ বছর। খবর এনডিটিভির।  

গায়কের পরিবারের ঘনিষ্ঠজন এনডিটিভিকে বলেন, “গত রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন ঋষভ। গায়কের বাবা শারীরিকভাবে অসুস্থ। ফলে গত আগস্ট থেকে দিল্লিতে তিনি।” 

আরো পড়ুন:

ভূতের রাজ্যে রাশমিকা: বক্স অফিসে শুরুটা কেমন হলো?

আমার পুরো পিঠে আগুন লেগে যায়: প্রিয়া মালিক

অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দীপাবলির দিন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন ঋষভ। সেখানে গিয়ে হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হয় তার। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গায়কের মৃত্যু হয়েছে। 

‘ইয়ে আশিকি’, ‘ইশক ফকিরানা’ এর মতো গান গেয়ে পরিচিতি লাভ করেন ঋষভ ট্যান্ডন। ব্যক্তিগত জীবনে ঋষভ ঘর বেঁধেছেন মডেল-অভিনেত্রী ওলেসিয়া নিডোগোভা ট্যান্ডনের সঙ্গে। মুম্বাইয়ে স্ত্রীর সঙ্গে বসবাস করতেন এই গায়ক। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জনের কারাদণ্ড

মুন্সীগঞ্জের সদর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ইলিশ মাছ কেনাবেচার সময় গ্রেপ্তার ১২ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০০ কেজি ইলিশ ও ১০ লাখ মিটার জাল জব্দ করা হয়। 

বুধবার (২২ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, মৎস্য অফিস, সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। 

আরো পড়ুন:

মেঘনায় গ্রেপ্তার ২৮ জেলেকে জেল-জরিমানা

টাঙ্গাইলে ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

ইলিশের প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ শিকার বন্ধে গত ৪ অক্টোবর থেকে ২২ দিন দেশের নদী-সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, বেচাকেনা বন্ধ থাকবে। 

জেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম জানান, মা ইলিশ সংরক্ষণে এ দিন ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বেহেরপাড়া থেকে ইস্মানিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ কেনাবেচা করায় ১২ ক্রেতা ও বিক্রেতাকে আটক, ইলিশ ও জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাদের ৭ দিন করে কারাদণ্ড দেন। 

তিনি আরো জানান, জব্দকৃত ইলিশ স্থানীয় কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, সদরের চরআব্দুল্লাহ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম প্রমুখ। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত নিবন্ধ