বন্দরে বস্তা তল্লাশি চালিয়ে  ৭৮ কেঁজী গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজী নগর। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুদূর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোপালনগর এলাকার মোস্তফা কামাল মিয়ার ছেলে ইউসুফ (২৬) ও রংপুর জেলার ভদরগঞ্জ থানার
মানসিংহপুর অফিসপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে তোফান রানা (২৭)।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আবু হাসান বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। পরে গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মাদক মামলায় বুধবার (২২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টায় বন্দর থানার মদনপুর টু বন্দরগামী রোডে এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে,  র‍্যাব-১১, আদমজীনগর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আবু হাসান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর টু বন্দরগামী রোডে এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অবস্থান করছে।

তাৎক্ষণিক  বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রাপ্ত হয়ে রাত পৌনে ১১টায় বন্দর থানাধীন মদনপুর টু বন্দরগামী সড়কের এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অভিযান চালিয়ে  দুই মাদক ব্যবসায়ী দখলে থাকা ৪টি বস্তুা তল্লাশি চালিয়ে   ৭৮ কেঁজী গাঁজাসহ এদেরকে  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১১ আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন জেলায়  অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। ###
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য ব ১১

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনা রোধে সকলের সচেতনতা বাড়াতে হবে : ডিসি

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’  এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে র‌্যালি বের হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গ্রীন আমব্রেলা নামে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। চালক, হেলপারদের প্রশিক্ষণ ও পোশাকের ব্যবস্থা করা সহ  ড্রাইভারদের জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। 

ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে। তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হবো। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আবদুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান, টিআই আব্দুল করিম শেখ, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই এর জেলা প্রতিনিধি মো. জামান মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে দক্ষ চালক এবং পূর্বে দুর্ঘটনা ঘটান নাই এমন নির্বাচিত ২ জন পেশাদার চালককে পুরস্কৃত করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জাসাস নেতা সাধুর রূহের মাগফিরাত কামনায় বিএনপি নেতা সানির দোয়া 
  • সিদ্ধিরগঞ্জে দুদক আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • ওসমানের দোসররা বন্দরের মানুষকে নির্যাতিত নিপীড়িত করেছে : সাখাওয়াত
  • ২৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 
  • সড়ক দুর্ঘটনা রোধে সকলের সচেতনতা বাড়াতে হবে : ডিসি
  • যারা অন্যায় করে তারাই পালিয়ে যায়: অধ্যাপক মামুন মাহমুদ
  • আমিই আপনাদের এই এলাকার ভোটার করে দিয়েছি : মামুন মাহমুদ
  • বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার  
  • সিদ্ধিরগঞ্জে মাদক সম্রাট রমজান গ্রেপ্তার, জনমনে স্বস্তি