জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার বিভাগ জনগণের দোরগোড়ায় সুবিচার পৌঁছে দিতে পারে।”

বুধবার (১৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ.

কেনেডি হিউম্যান রাইটস্ (আর.এফ.কে)-এর প্রেসিডেন্ট ক্যারি কেনেডির সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।

বৈঠকে কমিশনের কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ লক্ষ্য ও গণতান্ত্রিক কাঠামো তৈরির জাতীয় প্রয়াস নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যাপক রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন একটি শক্তিশালী, জবাবদিহিমূলক এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনে একটি জাতীয় সনদের খসড়া তৈরির কাজ করছে। আমরা বিশ্বাস করি, সব পক্ষের অংশগ্রহণেই এই সনদ বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে সহায়ক হবে।”

তিনি জানান, কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা প্রায় শেষ করেছে। শিগগিরই দ্বিতীয় পর্যায়ের সংলাপে প্রবেশ করবে কমিশন।

বৈঠকে আর.এফ.কে হিউম্যান রাইটস-এর প্রেসিডেন্ট ক্যারি কেনেডি, সংস্থাটির এশিয়া অঞ্চলের স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার এবং আন্তর্জাতিক পরামর্শ ও বিচারিক কার্যক্রমের ভাইস-প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা ব্যায়েন্স উপস্থিত ছিলেন।

ক্যারি কেনেডি কমিশনের উদ্যোগ ও কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পথচলায় সফলতা কামনা করেন।

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঐকমত্য কমিশনের মেয়াদ আরো ১ মাস বাড়ল

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে।
১৫ অগাস্ট ঐকমত্য কমিশনের প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তার আগেই আরো এক মাস সময় বাড়ানো হলো।

কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।

কমিশন গত শুক্রবার জানিয়েছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলের সঙ্গে আগামী সপ্তাহে তৃতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • আইনে যা-ই থাকুক, প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব
  • নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে পারে পতিত ফ্যাসিস্ট
  • বাংলাদেশের ‘তরুণকম্পের’ সম্ভাবনা ও ঝুঁকি
  • গণতন্ত্রে উত্তরণে আমরা কেন বারবার হোঁচট খাচ্ছি
  • সংসদে নারী আসন ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন
  • জুলাই সনদে এক বিন্দু ছাড় নয়: নাহিদ
  • ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন
  • ঐকমত্য কমিশনের মেয়াদ আরো ১ মাস বাড়ল
  • নেতৃত্ব কেন উদাসীন থাকবে
  • ইসি অভিযান থেকে রাহুলদের আটক, পরে ছেড়ে দিল পুলিশ