ভারত থেকে বাংলাদেশ সীমান্তে লোকজনকে ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মীরা। তাদের মতে, আদালতের রায় ছাড়া কাউকে ঠেলে পাঠানো বেআইনি। আর নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এক ধরনের চাপ তৈরি করতে হঠাৎ পুশইন। এটিকে উস্কানি মনে করছেন কেউ কেউ।

গত আগস্টে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত। উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলাও হয়। এরই মধ্যে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর অনুপ্রবেশকারী ধরতে অভিযান শুরু করে ভারত। অবৈধভাবে ভারতে বসবাসকারীদের আটক করা হয়। এদের অনেককে বাংলাদেশে ঠেলে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ফিরে আসার পর অনেকে নির্যাতনের অভিযোগ করছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। গত ৪ মে থেকে গতকাল পর্যন্ত বাংলাদেশের সীমান্ত দিয়ে ৩৪৬ জনকে ঠেলে পাঠানোর খবর পাওয়া গেছে। এর মধ্যে কয়েকজন রোহিঙ্গাও রয়েছেন।

সংশ্লিষ্ট অনেকের অভিমত, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্ডধারী কয়েকজন রোহিঙ্গা ভারতে বসবাস করতেন। তাদের ব্যাপারে জাতিসংঘের কাছে প্রতিবাদ জানানো জরুরি।

গতকাল রাতে ভারতের সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের সম্পাদক কিরীটি রায় সমকালকে বলেন, যদি কোনো নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করে, তাহলে তাঁকে আইনিভাবে চিহ্নিত করতে হবে। এখানে ফরেনার্স অ্যাক্ট রয়েছে। আদালতের মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিক শনাক্ত হওয়ার আগে তাঁকে জোর করে ঠেলে পাঠানো হচ্ছে– এটি বেআইনি। গুজরাট ও উত্তর প্রদেশে অভিযান চালিয়ে ধরা হচ্ছে। এরপর কাউকে আবার বিমানে উড়িয়ে সীমান্তে নিয়ে ওপারে ঠেলে পাঠানো হয়। আদালতের কাজ এখন পুলিশ করছে। পুলিশ ও প্রসিকিউশন একই হলে কীভাবে চলবে? পুশইনের ঘটনায় আমরা রোববার আনুষ্ঠানিক বিবৃতি দেব।

এ ব্যাপারে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.

) এমদাদুল ইসলাম সমকালকে বলেন, যদি অবৈধভাবেও বসবাস করে, আইনি কাঠামোয় তাদের পুশইন করার সুযোগ নেই। কাউকে আটক করলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম আছে। পাসপোর্ট-ভিসা ছাড়া বসবাস করলে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। যদি ব্যক্তি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার সাজা হবে। সাজা শেষে যে দেশ থেকে এসেছেন, সেই দেশে তাকে ফেরত পাঠানোর নিয়ম। সীমান্তে এক ধরনের চাপ তৈরি করতে হঠাৎ পুশইন। অশুভ উদ্দেশ্যে এটি করা হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগে ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। প্রতিবাদের মুখে তাদের মিজোরামে জড়ো করে সেখান থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের যদি বাংলাদেশে ঠেলে পাঠানো হয়, তাহলে জাতিসংঘের কাছে জোরালো প্রতিবাদ জানানো হয়।

সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছেন– এমন একজন কর্মকর্তা সমকালকে জানান, ঠেলে পাঠানোর ঘটনায় সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। কয়েকটি সীমান্তে এরই মধ্যে পুশইন ঠেকানো হয়েছে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক পদক্ষেপ এবং আইনি পথকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ।

ভারতে অবৈধভাবে বসবাসকারী ‘বাংলাদেশি’ ও ‘বাংলাভাষী’ সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশইনের কয়েকটি ঘটনা সামনে এসেছে। এরই মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে সাড়ে তিনশর বেশি পুশইন করা হয়েছে।

পুশইনের প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এটি বন্ধের অনুরোধ জানিয়ে ৯ মে এই চিঠি পাঠানো হয়।

সম্প্রতি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও পুশইনের বিষয়টি ওঠে। সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরে তিনি পুশইন নিয়ে সাংবাদিকদের জানান, ৭ ও ৮ মে বিএসএফ ২০২ জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করেছে। এরা ২ থেকে ২৫ বছর আগে ভারতে গিয়েছিল। তাদের সন্তানাদিও আছে। ভারতের আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট পেয়েছিল। ভারতের পুলিশ বা বিএসএফ আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট রেখে দিয়ে পুশইন করেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: প শইন প শইন র

এছাড়াও পড়ুন:

পঞ্চগড় সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে করতোয়া ও সাও নদীর মোহনা থেকে মানিক হোসেন (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ ও বিজিবি। ওই যুবক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

শনিবার (১৬ আগস্ট) সকালে পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেন স্থানীয়রা। তার মাথায় গুলির ক্ষতচিহ্ন পেয়েছে পুলিশ। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

মানিক হোসেনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। 

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভোরে সীমান্তে একদল চোরাকারবারি গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় বাকিরা পালিয়ে গেলেও নিখোঁজ হন মানিকসহ চারজন। তাদের মধ্যে আব্দুল হুদা ওরফে জমির উদ্দিন নামে একজনকে শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তার বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এখনো আরো দুজন নিখোঁজ আছেন বলে দাবি স্থানীয়দের। 

দেবনগড় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আইবুল ইসলাম বলেছেন, স্থানীয় মানুষদের একটি দল সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই দিন থেকে চারজন নিখোঁজ ছিলেন। আজ মানিকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। ধারণা করছি, বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেউ অপরাধ করলে তাকে প্রচলিত আইনে শাস্তি দেওয়া হোক। কিন্তু, নির্বিচারে গুলি করে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজির হোসেন বলেছেন, খবর পেয়ে আমরা মানিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ওই যুবকের মাথায় গুলির আঘাতের চিহ্ন আছে। তার মাথার পেছনে গুলি ঢুকে চোখের পাশ দিয়ে বেড়িয়ে গেছে। আগে তার নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেছেন, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে। ভারতের অভ্যন্তরে আটক করে একজনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। 

ঢাকা/নাঈম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পাটগ্রাম সীমান্ত দিয়ে শারীরিক প্রতিবন্ধী দুজনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • দুই ভিক্ষুককে ঠেলে পাঠাল বিএসএফ
  • করতোয়ায় গুলিবিদ্ধ লাশ, বিএসএফের গুলিতে মৃত্যু বলে ধারণা স্থানীয়দের
  • শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন
  • পঞ্চগড় সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার