পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ, ৯ ঘণ্টা পর উদ্ধার
Published: 18th, May 2025 GMT
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের বিপরীতে পদ্মা নদীর চরের কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের বিপরীতে নদীর বালুচরের ধারে ভেসে ছিল। ওই ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছর। গতকাল বেলা ১১টার দিকে কয়েকজন জেলে নদীতে মাছ ধরার সময় প্রথম লাশটি ভাসতে দেখেন। তবে কেউ বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাননি। পরে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নৌফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের ধারণা, গত শুক্রবার বিকেলের দিকে ঝড়ের সময় ফেরি বা লঞ্চ থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি মারা যেতে পারেন। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল গতকাল রাত ১০টার দিকে এসে ফিঙ্গারপ্রিন্ট মেলানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আজ রোববার ফরিদপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আসার কথা আছে। তারা প্রযুক্তিগতভাবে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। এরপর লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে স্থানীয় মানুষের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত ব্যক্তির পরনে ছিল হাফহাতা চেক শার্ট, শেওলা-কালো ফুলপ্যান্ট ও পায়ে ছিল বেল্টসহ স্যান্ডেল। প্যান্টের পকেটে পাওয়া গেছে ৪৫০ টাকা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ