কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—জিহাদ (৫) ও রায়হান (৩) তারা সম্পর্কে মামা-ভাগ্নে। মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিহাদ স্থানীয় জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পাশে সম্প্রতি মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি গর্তে জমে থাকা পানিতে তাদের খুঁজে পাওয়া যায়। অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.

ফাহমিদা ইসলাম বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

ড্যাপ বাতিলের দাবিতে রাজউক ঘেরাও

নতুন ড্যাপ বা ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহালের দাবিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয় ঘেরাও করা হয়েছে। ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নামে একটি সংগঠনের ব্যানারে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়।

রাজউকের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনের সড়কে সকাল ১০টার দিকে নতুন ড্যাপ বাতিল ও পুরোনো ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবিতে সংগঠনটির ব্যানারে আন্দোলনকারীরা অবস্থান নেন। তাঁরা ‘পাশের বাড়ি ১০ তলা আমার কেন ৫ তলা’, ‘বৈষম্যমূলক ড্যাপ বাতিল চাই’ ইত্যাদি স্লোগান দেন। ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘেরাও কর্মসূচি পালনের বিষয়টি জানায়।

সাত কর্মদিবসের মধ্যে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহালের দাবি জানান ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দেওয়ান এম এ সাজ্জাদ। তিনি বলেন, নতুন ড্যাপ কৃষিজমি ও জলাধার ধ্বংস করে পরিবেশের বিপর্যয় ডেকে আনবে।

ভূমিমালিক আমিনুর রহমান বলেন, পতিত সরকারের কিছু দোসরের প্রেসক্রিপশনে গণপূর্ত মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তড়িঘড়ি করে দেশের স্বার্থবিরোধী বেআইনি ড্যাপ ২০২২-২০৩৫ প্রকাশ করা হয়। এর ফলে নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে সৃষ্টি করা হয় চরম বৈষম্য। এতে কৃষিজমি ও বন্যাপ্রবাহ এলাকা দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ