দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনে ১০ তলাবিশিষ্ট ভবন নির্মাণে পূর্ত কাজের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির ২০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সোহেল বকস বলেন, কক্সবাজারে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনে পূর্ত কাজ সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে আমরা খবর পেয়েছি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, দ্রুতই হাসপাতাল ভবনের নির্মাণকাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী।

সরকারের এ সিদ্ধান্তে কক্সবাজার জেলাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গাদেরও চিকিৎসাসেবা দিতে হয়। এ ছাড়াও এখানে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। সব মিলিয়ে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। যেখানে নির্ধারিত আসনের চেয়ে তিন থেকে চারগুণ বেশি রোগী ভর্তি হচ্ছেন। তাই কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ বাস্তবায়নের অনুমোদন এ অঞ্চলের জন্য আশীর্বাদ হয়ে থাকবে।

কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.

নুরুল আলম বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের পূর্ত কাজের অনুমোদন দেওয়ার কথা শুনে খুবই ভালো লাগছে। এটি শুধু কলেজের জন্য নয়, পুরো জেলাবাসীর জন্য বর্তমান সরকারের একটি বিশেষ উপহার।

২০০৮ সালে কক্সবাজার সদর হাসপাতালের পাশে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম। এর পর দীর্ঘ আন্দোলনের পর ২০১৭ সালে ঝিলংজায় নিজস্ব ক্যাম্পাসে শুরু হয় শ্রেণি কার্যক্রম। কিন্তু হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করতে ১০ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে যেতে দুর্ভোগ পোহাতে হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: কল জ র সরক র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ