৫শ শয্যার হাসপাতাল স্থাপনে পূর্ত কাজের অনুমোদন
Published: 20th, May 2025 GMT
দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনে ১০ তলাবিশিষ্ট ভবন নির্মাণে পূর্ত কাজের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির ২০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সোহেল বকস বলেন, কক্সবাজারে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনে পূর্ত কাজ সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে আমরা খবর পেয়েছি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, দ্রুতই হাসপাতাল ভবনের নির্মাণকাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী।
সরকারের এ সিদ্ধান্তে কক্সবাজার জেলাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গাদেরও চিকিৎসাসেবা দিতে হয়। এ ছাড়াও এখানে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। সব মিলিয়ে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। যেখানে নির্ধারিত আসনের চেয়ে তিন থেকে চারগুণ বেশি রোগী ভর্তি হচ্ছেন। তাই কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ বাস্তবায়নের অনুমোদন এ অঞ্চলের জন্য আশীর্বাদ হয়ে থাকবে।
কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.
২০০৮ সালে কক্সবাজার সদর হাসপাতালের পাশে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম। এর পর দীর্ঘ আন্দোলনের পর ২০১৭ সালে ঝিলংজায় নিজস্ব ক্যাম্পাসে শুরু হয় শ্রেণি কার্যক্রম। কিন্তু হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করতে ১০ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে যেতে দুর্ভোগ পোহাতে হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫