নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের সামনে পুলিশকে সর্তক অবস্থানে দেখা যায়। 

নির্বাচন ভবন এলাকায় সরেজমিনে দেখা যায়, সেখানে দুই স্তরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যারিকেড দিয়ে নির্বাচন ভবনের সামনের অংশ ঘেরাও করে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসারের সদস্যরাও রয়েছেন।

এদিকে সকাল সকাল ১১টা থেকে এনসিপির বিক্ষোভ শুরুর কথা থাকলেও এখনও শুরু হয়নি বলে জানা যায়।

ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির কথা জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এসময় দলটির নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব। তবে বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী আইনে গঠিত, তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প এনস প

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ