কয়েক মিনিটেই ঘণ্টাব্যাপী দীর্ঘ পডকাস্ট যেভাবে শোনেন সত্য নাদেলা
Published: 21st, May 2025 GMT
কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য নিয়ে সব সময় একটা বিতণ্ডা থেকেই যায়। বিশেষ করে বড় কোনো পদে থাকলে তো বটেই। তবে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করলেও বিভিন্ন অনুষ্ঠানে হাজির হওয়ার পাশাপাশি নিয়মিত পডকাস্ট শোনেন। তবে সত্য নাদেলা ঘণ্টার পর ঘণ্টার পডকাস্ট শুনতে সময় ব্যয় করেন না। মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট কোপাইলট ব্যবহার করে কয়েক মিনিটেই দীর্ঘ পডকাস্টের মূল তথ্যগুলো শুনে থাকেন সত্য নাদেলা।
কোপাইলট ব্যবহার করে পডকাস্ট শোনার বিষয়ে সত্য নাদেলা জানিয়েছেন, তিনি প্রথমে পছন্দের পডকাস্টের ট্রান্সক্রিপ্ট আইফোনের কোপাইলট অ্যাপে আপলোড করেন। এরপর অফিসে যাওয়ার পথে গাড়িতে বসে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পডকাস্টে আলোচনা করা তথ্যের সারসংক্ষেপ জানতে চান। এর ফলে দীর্ঘ সময় ধরে শোনার বদলে কয়েক মিনিটেই পডকাস্টের মূল বক্তব্য জানা যায়।
আরও পড়ুনমাইক্রোসফটের সত্য নাদেলার যে ভুলের কারণে বড় সাফল্য পেয়েছে গুগল২৫ ফেব্রুয়ারি ২০২৫দৈনন্দিন বিভিন্ন কাজে কোপাইলটের পাশাপাশি ১০টি এআই এজেন্ট নিয়মিত ব্যবহার করেন সত্য নাদেলা। আউটলুক বা টিমসে অন্যদের পাঠানো বার্তার সারসংক্ষেপ জানা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা বিভিন্ন বৈঠকের প্রস্তুতি নিতে এআইয়ের ওপর নির্ভর করেন তিনি। এই এজেন্টগুলো তার ‘চিফ অব স্টাফ’–এর মতো ভূমিকা পালন করে।
আরও পড়ুনকৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চলা প্রতিযোগিতার ভবিষ্যৎ কী, জানালেন সত্য নাদেলা২৪ ডিসেম্বর ২০২৪এআই প্রযুক্তিকে প্রতিযোগী না ভেবে সহযোগী হিসেবে দেখার পক্ষপাতি নাদেলা। সম্প্রতি চীনা গবেষণাপ্রতিষ্ঠান ডিপসিকের তৈরি আরওয়ান মডেল প্রকাশিত হলে তিনি মাইক্রোসফটের টিমকে নির্দেশ দেন, সেটি যেন দ্রুত মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মে যুক্ত করা হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা।
কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।
মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ।
এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।
কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
ঢাকা/ইমরান/রফিক