সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার বিকেলে ফেসবুকে তাঁর ভেরিফাইড অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। 

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‌‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহঅবস্থান করার জন্যে অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ।’

এর আগে দুপুরে ফেসবুক তিনি আরেকটি পোস্ট দেন। ওই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়ে দিয়ে ইশরাক হোসেন বলেন, ‘নির্দেশ একটাই- যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে ওঠে আসা যাবে না।’

এদিকে দুপুরে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ আবারও গ্রহণ করা হয়। বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি মো.

আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ বুধবার এ দিন ধার্য করেন।

এর আগে বুধবার সকাল থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা মৎস্য ভবন, কাকরাইল ও প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করছেন তারা।

এই কর্মসূচির ফলে সকাল থেকে শাহবাগ, কাকরাইল, হাইকোর্টসহ বেশকিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে নগর ভবনের সামনের সড়ক ফাঁকা। সেখানে কোনো লোকজন দেখা যায়নি। তবে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী সমর্থিত কর্মচারী সমিতির লোকজন।

অন্যান্য দিনের মতো আজও নগর ভবনের বিভিন্ন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে রেখেছেন তারা। একইসঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসূচি পালন করছেন তারা।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ইশর ক হ স ন র জপথ ইশর ক হ স ন সমর থকদ র র জপথ সমর থ

এছাড়াও পড়ুন:

বিল্ড এক্সপোতে SWISH-এর অংশ গ্রহণ

বিল্ড এক্সপোতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে SWISH IAB। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্যাভিলিয়নটি উদ্বোধন করেন SWISH GLOBAL-এর সিইও ইসমাইল হোসেন।

প্যাভিলিয়নে SWISH-এর অত্যাধুনিক চীনামাটির বাসন টাইলস, স্নানের জিনিসপত্র এবং রান্নাঘরের জিনিসপত্রের চিত্তাকর্ষক সংগ্রহ প্রদর্শন করা হয়।

বাজারে আমদানি করা টাইলস পরিমাপের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতির সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং গ্রাহকের সুবিধা নিশ্চিত করতে SWISH-এর সিইও বিষয়টি স্পষ্ট এবং কার্যকরভাবে তুলে ধরেন। 

তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “SWISH গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে এক্সপো।

ঢাকা/এস

সম্পর্কিত নিবন্ধ