জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল আরও এক নারীর
Published: 21st, May 2025 GMT
চট্টগ্রাম নগরে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ সিরাজের মেয়ে।
মঙ্গলবার গভীর রাতে নগরের চকবাজারের মেহেদীবাগ আবাসিক এলাকার এক নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে টানা বৃষ্টির কারণে ওই এলাকায় পানি জমে যায়। জান্নাতুল ফেরদৌস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটির স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে সেখানে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ মে সকালে নগরের চকবাজার থানার এমএম আলী রোডের বশর ভিলার নিচে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট দুই জনের মৃত্যু হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
ভারতে কুপিয়ে ও তীর মেরে ৩ বাংলাদেশিকে হত্যা
‘সাজিদ হত্যার ৯০তম দিন, এরপর কি আমি?’
নিহতের নাম আব্দুল মতিন (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে ও চরমপন্থি গ্রুপ নকশালের নেতা ছিলেন বলে জানা গেছে।
ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থি সংগঠন নকশালের দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে আব্দুল মতিনকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মতিন মারা যান।’’
ঢাকা/শাহীন/রাজীব