নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট কোপাইলটে ওপেনএআইয়ের তৈরি সর্বাধুনিক ভাষা মডেল ‘জিপিটি-ফোর ও’ যুক্ত করেছে মাইক্রোসফট। নতুন এ সুবিধা চালুর ফলে কোপাইলটে সহজেই চ্যাটজিপিটির ইমেজ জেনারেটর টুল ব্যবহার করা যাবে। এর ফলে কোপাইলটের মাধ্যমে লেখা থেকে নিজেদের পছন্দের বিভিন্ন ছবি তৈরির পাশাপাশি পেশাদার ও সৃজনশীল বিভিন্ন কাজ করা যাবে।

মাইক্রোসফটের কোপাইলট হলো মাইক্রোসফট ৩৬৫-এর অ্যাপভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী চ্যাটবট। চ্যাটবটটির মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের মতো অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লেখার পাশাপাশি তথ্য বিশ্লেষণ ও ই-মেইল ব্যবস্থাপনা করা যায়। নতুন এ সুবিধা চালুর ফলে এবার কোপাইলট দিয়ে লিখিত বর্ণনা থেকে সরাসরি ছবি তৈরি করা যাবে।

ইমেজ জেনারেটর যুক্তের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার বা টুলের সহায়তা ছাড়া ছবি তৈরির পাশাপাশি চাইলে গ্রাফিকস, ছবি বা ভিজুয়াল কনটেন্টও তৈরি করতে পারবেন কোপাইলট ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, চাইলে যেকোনো ছবি সম্পাদনার পাশাপাশি ছবির মধ্যে লেখাও যুক্ত করা যাবে।

সূত্র: সিনেট

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক প ইলট

এছাড়াও পড়ুন:

স্বর্ণের দাম বেড়ে ভরি ১৬৯৯২১ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।

বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৯৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

এর আগে গত ১৮ মে দেশের বাজারে আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। 

সম্পর্কিত নিবন্ধ