দেশি গরু ভারতীয় বলে আটকের অভিযোগ, বিজিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ
Published: 21st, May 2025 GMT
রাজশাহীতে ব্যক্তিমালিকানার ২৪টি গরু হাটে নেওয়ার সময় জব্দ করে কাস্টমস অফিসে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বুধবার দুপুরে গরুর মালিক ও হাট ইজারাদাররা রাজশাহী বিজিবি অফিসের সামনে বিক্ষোভ করেছেন। তারা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে গরু মালিকদের একটি প্রতিনিধি দল গিয়ে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। গরুগুলো যে দেশি, তার প্রমাণ দেখাতে না পেরে ফিরে যান।
গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদাররা জানান, বুধবার সকালে কোরবানির ঈদ সামনে রেখে তারা বিভিন্ন গ্রাম ও হাট থেকে গরু কিনে ছাড়পত্রসহ চারটি যানবাহনে করে যাচ্ছিলেন। রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে। ২৪টি গরু বিজিবির সদরদপ্তরে রাখা হয়েছে। এ খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদরদপ্তরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্য গরু ব্যবসায়ীরাও যোগ দেন। তারা সেখানে স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। এক পর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।
গরু ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটে গরু আনছিলেন। তাদের গাড়িতে আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষিদের কাছ থেকে কিনেছেন। ছোট বাছুর হাট থেকে কিনে বাড়িতে লালনপালন করে বড় করেছেন। সেগুলো ভারতীয় বলে জব্দ করেছে বিজিবি।
এ বিষয়ে কথা বলতে রাজশাহী বিজিবির অধিনায়ক লে.
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এগুলো ভারতীয় গরু। দেখেই চেনা যায়। ভুয়া কাগজ বানিয়ে হাটে তোলা হয়েছিল। পরে সিটি হাট সভাপতি শওকত আলী, ইজারাদার মামুন মুরাদ পারভেজ ও রুহুল আলম টুনু এসে সিইও স্যারের সঙ্গে কথা বলেছেন। তারা দেশি গরুর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাই ফিরে গেছেন।
তিনি আরও বলেন, গরুগুলো ভারত থেকে চোরাই পথে আনা। জব্দ করা গরুগুলো আইন মেনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে