Samakal:
2025-11-02@22:21:54 GMT

পানির তোড়ে ভেঙে গেল সড়ক

Published: 21st, May 2025 GMT

পানির তোড়ে ভেঙে গেল সড়ক

পানির তোড়ে হিলি-ঘোড়াঘাট সড়কে নির্মাণাধীন সেতুর তিনটি বিকল্প রাস্তা ভেঙে পড়ায় দু’দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাস-ট্রাকে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের।

হাকিমপুর উপজেলার জালালপুর তুলসীগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতু, বাওনা সেতু ও ডুগডুগির হাট সেতুর পাশের সড়ক ভেঙে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সড়ক ভেঙে যাওয়ার বিষয়ে ঠিকাদারকে দায়ী করছেন স্থানীয়রা। তারা বলছেন, হিলি-ঘোড়াঘাট সড়ক প্রশস্তকরণসহ ২৯টি সেতু পুনর্নির্মাণ কাজ চলছে। ঠিকাদার পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাটি ভরাট করে সেতুগুলোর বিকল্প রাস্তা নির্মাণ করেছেন। টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা ঢলের পানি বের হতে না পেরে কৃষকের বিস্তীর্ণ ধানক্ষেত তলিয়ে গেছে। ধান বাঁচাতে উপায় না পেয়ে রাস্তার কিছু অংশ কেটে দেওয়া হয়। পানির তীব্র গতির করণে রাস্তাটি সম্পূর্ণ ভেঙে গেছে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বৃষ্টি ও কৃষকের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে গেছেন। তিনি বলছেন, অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানি নেমে যেতে পারেনি। এতে ফসলের ক্ষেত ডুবে গেছে। ক্ষুব্ধ কৃষকরা বিকল্প রাস্তা ভেঙে দেওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। বিকল্প গ্রামীণ সড়ক দিয়ে যাতায়াত করতে ১০ মিনিটের গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে ১ ঘণ্টারও বেশি। সেখানেও যানজটের পাশাপাশি ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ভাড়া গুনতে হচ্ছে তিনগুণ।

বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মহিমা জানায়, তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব তিন কিলোমিটার। প্রতিদিন স্কুলে আসতে ১০ টাকা অটো ভাড়া দিতে হয়। কিন্তু জালালপুর সেতুর পাশের রাস্তা ভেঙে যাওয়ায় মোল্লাবাজার দিয়ে অটোতে আসতে হয়েছে। এতে ১৫ মিনিটের রাস্তা আসতে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে। আর ভাড়া গুনতে হয়েছে ৩০ টাকা।

দিনাজপুর বাস-মোটর শ্রমিক পরিবহন ইউনিয়নের হাকিমপুর শাখার সাধারণ সম্পাদক কাওছার হোসেন বলেন, ঠিকাদার পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাটি ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করেছে। বর্ষায় সেই  রাস্তা ভেঙে গেছে। এর দায় ঠিকাদার, সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ এড়াতে পারেনা। তিনি আরও বলেন, আমরা দিন আনি দিন খাই। দু’দিন হলো বাস চলাচল বন্ধ। শ্রমিকদের না খেয়ে থাকার উপক্রম। 

রাউতার গ্রামের কৃষক দেলোয়ার হোসেন চার বিঘা বোরো ধান চাষ করেছিলেন। ফলন ভালো হয়েছে। সপ্তাহ খানেক পর ফসল ঘরে তুলবেন এমন আশা ছিল তাঁর। কিন্তু সেতুর পাশের রাস্তায় পানি জমে ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ফসল বাঁচাতে জালালপুর সেতুর সামনের রাস্তার সামান্য অংশ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। পানির গতি তীব্রতার কারণে সেটি এখন অনেকটা ভেঙে গেছে। ঠিকাদার ও সওজ কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল প্রাইভেট লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আনিছুর রহমান জানান, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোনো স্থান ভেঙে গেছে, আবার কোনো কোনো স্থানে কৃষকরা নিজেরাই ভেঙে দিয়েছে। তবে ভাঙা বিকল্প রাস্তাগুলোতে অস্থায়ী বেইলি সেতু স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপ-প্রকৌশলী তাওহিদ-উর রহমান জানান, খবর পেয়ে নির্বাহী প্রকৌশলীসহ সড়কটি পরিদর্শন করা হয়েছে। ঠিকাদারকে অস্থায়ী সেতু নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পানির স্রোত বেশি থাকায় কাজ শুরু করতে সময় লাগছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব কল প র স ত ব যবস থ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ