৭৫০ থেকে ১৫০০ শব্দের রচনা লিখে এক সপ্তাহ ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ
Published: 22nd, May 2025 GMT
প্রতিবারের মতো এ বছরও কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ রচনা প্রতিযোগিতা বিশ্বের অন্যতম পুরনো একটি রচনা প্রতিযোগিতা। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ এ প্রতিযোগিতায় আবেদন অংশ নেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
২০২৫ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ মিলবে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।
৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক কমনওয়েলথ-এর এই রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণ করার সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারবেন জয়ীরা। এই বিশেষ পুরস্কার বিতরণীতে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে। এই রচনা লিখতে কোনো বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।
ছবি: সংগৃহীত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজীবন সম্মাননা পেলেন ফেরদৌস আরা
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর। রাজধানীর শেরাটন হোটেলে গত সোমবার রাতে তারকাখচিত আয়োজনে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ প্রবীণ-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা।
এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফেরদৌস আরা। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, ফেরদৌস ওয়াহিদ, মিলা, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ খুদে গানরাজ-এর শিল্পীরা।
১৯টি ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন যারা–
আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া, ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন শারমিন রমা, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার মেহেদী, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী [পল্লীগীতি ও মরমি] তরিক মৃধা।
ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে লোকসংগীত ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী সাব্বির নাসির, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ [‘ঈশ্বর’ গানের জন্য), ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী বালাম ও কোনাল [চলচ্চিত্র ‘প্রিয়তমা’]।
ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ-‘ঈশ্বর’ [চলচ্চিত্র ‘প্রিয়তমা’]। ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল [মেঘের নৌকা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল [চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী ফেরদৌস আরা [চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ [কেন চাঁদনী রাতে], শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত এটিএম জাহাঙ্গীর [যদি প্রেম দিলে না], শ্রেষ্ঠ নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ [ভাল্লাগে না], শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব মিউজিক স্টেশন।