বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। 

বৃহস্পতিবার (২২ মে) সকালেও কাকরাইল মসজিদের সামনে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে। বুধবার সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। গতকাল মধ্যরাত পর্যন্ত সড়কে ছিলেন ইশরাক হোসেন। তিনিও ওই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। 

ইশরাক বলেন, “আমরা এখানে কোনো রায় বা মেয়র পদ দাবি করার জন্য আসিনি। আগামীকাল (বৃহস্পতিবার) আদালতের রায় আমাদের পক্ষে যাবে কিনা সেটাই মূল বিষয় নয়। শুরু থেকেই আমরা বলে আসছি যে আমরা এই সরকারের অভ্যন্তরে এই রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ভূমিকা জনসমক্ষে প্রকাশ করতে এসেছি এবং তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটাই আমাদের প্রধান দাবি।” 

সকালে কাকরাইল মসজিদের সামনে গিয়ে দেখা গেছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউবা রাস্তায় বিছিয়ে রাখা ত্রিপলে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। প্রায় শতাধিক নেতা-কর্মী কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যাওয়া সড়কের ডান পাশে পুলিশ ব্যারিকেডের সামনে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন। আশপাশে ছোট ছোট দলে আরো কয়েক শ কর্মী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।

মৎস্য ভবনের দিকে যাওয়ার রাস্তায় দেখা যায়, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ইশরাক হোসেনের পক্ষে স্লোগান দিচ্ছেন। তাদের লিফলেট বিতরণ করতে ও পথচারীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। 

সপ্তাহের শেষ কর্মদিবসে কাকরাইল মোড়ের এই অবস্থান কর্মসূচির ফলে অফিসমুখী সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ অতিরিক্ত সদস্য। 

বিএনপির নেতা সোলায়মান জানান, ইশরাক হোসেন নির্বাচিত হয়েও মেয়রের দায়িত্ব পাননি। সেই ‘বিচারের স্বার্থে’ তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। 

ডালিম নামে এক পথচারী বলেন, “রাজনৈতিক দাবিদাওয়া থাকতেই পারে, কিন্তু এর প্রভাব যেন জনদুর্ভোগে না গিয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকা উচিত।”

এদিকে, হাইকোর্ট আজ ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের আদেশ দেবেন। বিচারপতি মো.

আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেবেন।

ঢাকা/এএএম/সুকান্ত/ইভা  

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইশর ক হ স ন পদত য গ

এছাড়াও পড়ুন:

এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?

ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।

প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।

আরো পড়ুন:

ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন

রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস

দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

তৃতীয় ধাপ: মাংস  কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।

শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ