রাজধানীর তেজকুনীপাড়া থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারের দিকে রওনা হয়েছিলেন কাজী সেলিম। প্রথমে বিজয় সরণি এলাকা থেকে বাসে উঠেছিলেন। কিন্তু ফার্মগেটে গিয়ে বাস আর নড়ে না। যানজটে মিনিট কুড়ি থাকার পর রাস্তায় নেমে হাঁটা শুরু করলেন। হলিক্রস কলেজের কাছে গিয়ে রিকশা নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলেন। একটি রিকশা পেলেন, তা–ও ৫০ টাকা ভাড়া চায়। এখান থেকে কারওয়ান বাজারের ভাড়া সাধারণত ৩০ টাকা। এরপর হাঁটা শুরু করে দেখেন রাস্তায় পানি। তখন একটি ভ্যান আসছিল। অগত্যা সেটাতেই উঠে পড়েন। তেজকুনীপাড়ার বাসা থেকে প্রায় ৪৫ মিনিট লাগে।

রাজধানীতে আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দুপুর ১২টা পর্যন্ত অন্তত ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য। বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে গেছে। এমনকি বড় সড়কেও পানি আটকে আছে।

ফার্মগেটে আসার জন্য রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা কাজী নওয়াজ কলেজগেট থেকে বাসে উঠেছিলেন। রাস্তার বিভিন্ন স্থানে জমে ছিল পানি। এতে তীব্র যানজটে আটকে ছিলেন অন্তত আধা ঘণ্টা।

শুধু বৃষ্টিই নয়, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন সকাল থেকেই। এই দুই আন্দোলন রাজধানীর যানজট পরিস্থিতিকে নাজুক করে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, সকাল ৬টা থেকে এখন পর্যন্ত রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দেশের অন্যত্রও। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম।

আজ রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা কম। আবার আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য নজট

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ