রাজধানীতে টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও কয়েকটি স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও অবরোধ কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষরা। 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে শপথ নেওয়ার দাবিতে তার সমর্থকরা সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে এসব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলও একই সময় সকাল ১০টা থেকে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সংগঠনটির দাবি, তাদের নেতা সাম্যর হত্যাকাণ্ডের বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা চলায় তারা এ কর্মসূচি ডেকেছে। এই দুটি এলাকাতে বর্তমানে যানজটে বিপর্যস্ত নগরবাসী। 

এর ভেতর টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে ধানমন্ডির কিছু জায়গা ও নিউমার্কেট এলাকাসহ নানা জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রবল যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছেন রাজধানীবাসী।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাটা সিগন্যাল এলাকায় যানজটে আটকে থাকা সমকাল সাংবাদিক ওবায়দুর রহমান জানান, বৃষ্টিতে নিউমার্কেট, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে। আশপাশের বিপনীবিতানগুলোতেও পানি ঢুকেছে। তবে জলাবদ্ধতার কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বাটা সিগন্যালে গিয়ে বাস চালকরা সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। 

উত্তরা থেকে গুলিস্তানগামী এক বাসচালক বলেন, বৃষ্টির কারণে সড়কে পানি জমে গেছে। একই স্থানে ১ ঘণ্টা ধরে আটকে আছি। এমন অবস্থা হলে সারাদিনেও গুলিস্তানে পৌঁছাতে পারব না। 

আজিমপুর নিবাসী হাসান নামে এক ব্যবসায়ী বলেন, ব্যবসার কাজের জন্য জরুরি ভিত্তিতে মতিঝিল যাওয়ার দরকার ছিল। দ্রুত যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়েছিল কিন্তু মৎস্য ভবন এলাকায় আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। 

গুগল ম্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম গ্রুপ ট্রাফিক অ্যালার্টের মাধ্যমে জানা যায়, অবরোধ আর বৃষ্টির কারণে সৃষ্ট যানজট এখন রাজধানীর মগবাজার, কারওয়ানবাজার, পান্থপথ, এয়ারপোর্ট রোড, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল, মহাখালীসহ আরও অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ য নজট এল ক য় অবস থ য নজট

এছাড়াও পড়ুন:

বুধবার সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিলেন ইশরাকের সমর্থকরা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইশরাকের সমর্থকরা।

ঢাকাবাসীর পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। মঙ্গলবার বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসুচি থেকে এই ঘোষণা দেন তিনি। 
এসময় মশিউর রহমান বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেব। একইসঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।

এসময়, কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তাদের পক্ষ থেকে নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এসময়, সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঢাকাবাসীর এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা ঘোষণা করেন- আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহনসেবা এবং বিদ্যুৎ সেবাসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেয়া হবে।

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে নগর ভবনের সামনের সড়কে বসে অবরোধ করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।

গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। সিটি করপোরেশন নগরবাসীকে ২৮ ধরনের সেবা দিয়ে থাকে। এসব নাগরিক সেবা এখন বন্ধ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রাম সার্কিট হাউস মাঠ উন্মুক্ত রাখার দাবি, মানববন্ধনে নাগরিকদের সঙ্গে মেয়রও
  • বুধবার সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিলেন ইশরাকের সমর্থকরা
  • সিলেটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী