কাতারের কাছ থেকে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এখন পেন্টাগন এটির উন্নয়ন করবে।

উড়োজাহাজটিতে উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করা ও প্রেসিডেন্ট যাতে এতে নির্বাহী কাজ পরিচালনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় উন্নয়নকাজের পর ডোনাল্ড ট্রাম্প এটি ব্যবহার করবেন, এমনটাই বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র।

প্রতিরক্ষামন্ত্রী বিমানবাহিনীকে উড়োজাহাজটি সংস্কারের পরিকল্পনা শুরু করতে বলেছেন। আমরা সেটি করতে প্রস্তুত।ট্রয় মিঙ্ক, মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি

গতকাল বুধবার এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, ‘সব সরকারি নিয়মকানুন অনুসরণ করে প্রতিরক্ষামন্ত্রী কাতারের কাছ থেকে একটি বোয়িং ৭৪৭ গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজে যে ধরনের যথাযথ নিরাপত্তাব্যবস্থা, যোগাযোগ ও নিয়ন্ত্রণব্যবস্থা থাকা দরকার, সেটি নিশ্চিত করতে প্রতিরক্ষা অধিদপ্তর কাজ করবে।’

যদিও এ আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল একজন দাবি করেছেন, এ উড়োজাহাজ–সংক্রান্ত চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, আইনি দলের মধ্যে আলোচনা চলছে।

ট্রাম্প প্রশাসন কাতারের কাছ থেকে উড়োজাহাজটি কিনেছে কি না, সে বিষয়ে শন পারনেল কোনো তথ্য দেননি। তিনি এ বিষয়ে আর কিছু জানার থাকলে মার্কিন বিমানবাহিনীর কাছে প্রশ্ন করতে বলেন।

সিএনএন এ বিষয়ে মন্তব্যের জন্য ওয়াশিংটনে কাতারের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

পেন্টাগন কাতারের কাছ থেকে উড়োজাহাজ গ্রহণের ঘোষণা দেওয়ার পর গতকাল সাংবাদিকেরা এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে কাতার একটি উড়োজাহাজ দিচ্ছে। এটি একটি দারুণ বিষয়।’

যদিও এ আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল একজন দাবি করেছেন, চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, আইনি দলের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে গত সোমবার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানি ব্লুমবার্গকে বলেন, ‘উড়োজাহাজ–সংক্রান্ত বিষয়টি দুই দেশের প্রতিরক্ষা বিভাগের মধ্যে সম্পন্ন হওয়া লেনদেনের অংশ, যা সম্পূর্ণ স্বচ্ছ ও আইন মেনে করা হয়েছে। এটি সেই সহযোগিতার অংশ, যা আমরা দশক ধরে একসঙ্গে করে আসছি।’

পরদিন গত মঙ্গলবার মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মিঙ্ক ও চিফ অব স্টাফ ডেভিড আলভিন আইনপ্রণেতাদের বলেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বিমানবাহিনীকে উড়োজাহাজটি সংস্কারের পরিকল্পনা শুরু করার নির্দেশ দিয়েছেন। মিঙ্ক বলেন, ‘আমরা সেটি করতে প্রস্তুত।’

আরও পড়ুনকাতারের কাছ থেকে উড়োজাহাজ ‘উপহারের’ প্রস্তাব পাওয়ার ট্রাম্পের দাবি কি সত্য২০ মে ২০২৫

বিমানবাহিনীর এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, ‘প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী, একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজকে প্রেসিডেন্টকে বহনের উপযোগী করে গড়ে তুলতে বিমানবাহিনী একটি চুক্তি অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ চুক্তিসংক্রান্ত বিস্তারিত রাষ্ট্রীয় গোপন তথ্য।’

চলতি মাসের শুরুতে প্রথম কাতারের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের একটি উড়োজাহাজ পাওয়ার খবর প্রকাশ পায়, যা তুমুল রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। নীতিগত কারণে ডেমোক্রেটিক ও কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান নেতা এ বিষয়ে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করেছেন।

উড়োজাহাজ–সংক্রান্ত বিষয়টি দুই দেশের প্রতিরক্ষা বিভাগের মধ্যে সম্পন্ন হওয়া একটি লেনদেনের অংশ, যা সম্পূর্ণ স্বচ্ছ ও আইনগতভাবে করা হয়েছে। এটি সেই সহযোগিতার অংশ, যা আমরা দশক ধরে একসঙ্গে করে আসছি।মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানি, কাতারের প্রধানমন্ত্রী

ট্রাম্প বারবার উড়োজাহাজটিকে ‘এয়ারফোর্স ওয়ান’–এর সম্ভাব্য বিকল্প হিসেবে তুলে ধরেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একে কাতারের দেওয়া ‘উপহার, সম্পূর্ণ বিনা মূল্যে’ বলে বর্ণনা করেছেন।

তবে সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৪৭ উড়োজাহাজ পাওয়ার বিষয়ে খোঁজখবর নিতে ট্রাম্প প্রশাসনই প্রথম কাতারের সঙ্গে যোগাযোগ করেছিল।

ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্টকে পরিবহনের জন্য ব্যবহৃত সরকারি উড়োজাহাজটি বদলে ফেলার উদ্যোগ নেওয়া হয়, সেটি পুরোনো হয়ে গেছে। এ জন্য বিমানবাহিনী মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু নতুন একটি উড়োজাহাজ সরবরাহ করতে বোয়িং দুই বছর সময় চায় বলে জানান কর্মকর্তারা।

আরও পড়ুনআমি এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো লোক নই: ট্রাম্প১৩ মে ২০২৫

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ট্রাম্প প্রশাসন দ্রুতই বিকল্প উড়োজাহাজ পেতে চাইছিল, যে কারণে বিমানবাহিনী থেকে সম্ভাব্য বিকল্পের খোঁজ চলছিল। সেই সময় ট্রাম্প তাঁর মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে সম্ভাব্য যথাযথ উড়োজাহাজের একটি তালিকা খুঁজে বের করার দায়িত্ব দেন।

চলতি মাসের শুরুতে প্রথম কাতারের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের একটি উড়োজাহাজ পাওয়ার খবর প্রকাশ পায়, যা তুমুল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। নীতিগত কারণে ডেমোক্রেটিক ও কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান নেতা সম্ভাব্য ওই চুক্তির বিরোধিতা করেছেন।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবাহিনী যোগাযোগ করার পর বোয়িং কর্তৃপক্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের তাদের এমন কয়েকটি গ্রাহক দেশের তালিকা দেয়, যাদের কাছ থেকে চাহিদা অনুযায়ী উড়োজাহাজ পাওয়া ও অন্তর্বর্তী সময়ে ব্যবহার করা যেতে পারে। বোয়িংয়ের দেওয়া তালিকায় কাতারও ছিল।

হোয়াইট হাউসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, হোয়াইট হাউস এ প্রস্তাবের পক্ষে আছে জানার পর পেন্টাগন কাতারের সঙ্গে আলোচনা শুরু করে। শুরুর দিকের এই কথাবার্তা এগিয়ে নিতে সহায়তা করেন স্টিভ উইটকফ।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কাতারের কাছ থেকে কি ট্রাম্প উড়োজাহাজ উপহার নিতে পারেন১৬ মে ২০২৫

তবে শুরুতে বিমানবাহিনী কর্তৃপক্ষ ভেবেছিল, কাতারের সঙ্গে যেকোনো লেনদেন হবে উড়োজাহাজ বিক্রির মাধ্যমে, উপহার হিসেবে নয়, এমনটাই বলেছেন প্রতিরক্ষা কর্মকর্তারা।

ট্রাম্প প্রশাসনকে কাতারের এ উড়োজাহাজ হস্তান্তর কতটা নৈতিক ও আইনগতভাবে বৈধ, তা নিয়ে প্রশ্ন আছে। এর বাইরে আরেকটি দেশের কাছ থেকে, তা সে যত মিত্রদেশই হোক না কেন, তাদের পুরোনো উড়োজাহাজে প্রয়োজনীয় নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম স্থাপন এবং সেটির উন্নয়ন করা বিরাট ঝক্কির কাজ বটে।

এ নিয়ে বর্তমান ও সাবেক কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, এটি সম্পূর্ণ করতে দুই বছর সময় লেগে যেতে পারে এবং এতে উড়োজাহাজটির প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশি খরচ হতে পারে।

এ নিয়ে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, এটি সম্পূর্ণ করতে দুই বছর লেগে যেতে পারে এবং এতে উড়োজাহাজটির প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশি খরচ হতে পারে।

উড়োজাহাজটির উন্নয়ন ও সংস্কারকাজ করতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে সেটির মূল কাঠামো পর্যন্ত খুলে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে নতুনভাবে তৈরি করতে হতে পারে।

আরও পড়ুনউড়োজাহাজ কেউ বিনা মূল্যে দেয় না, বিনিময়ে কিছু প্রত্যাশা অবশ্যই থাকে: হিলারি ক্লিনটন১৭ মে ২০২৫আরও পড়ুনযুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে লাখো কোটি ডলারের চুক্তি সই১৫ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র য গ য গ কর স এনএনক প রস ত র প রক র র পর বল ছ ন ন র এক কর ছ ন উপহ র গ রহণ র একট ব যবহ

এছাড়াও পড়ুন:

এই কন্যা শিশুটি গাজায় তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য লড়ছে

গায়ে তার গোলাপি রঙের পাতলা একটি সোয়েটার। বয়স ১২ বছর। দুই হাতে পানিভর্তি দুটি বালতি নিয়ে সে গাজার এবড়ো-থেবড়ো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার চারপাশে ধ্বংসস্তূপ, ধুলো এবং ধুলোর স্তূপ। জানা নামের এই ১২ বছর বয়সী মেয়েটি একটি মিশনে রয়েছে: খাবার ও পানি খুঁজে বের করা।

জানা মোহাম্মদ খলিল মুসলেহ আল-স্কেফি জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় আগে একজন ইসরায়েলি স্নাইপার তার বড় ভাইকে হত্যা করে। এরপর থেকে সে তার পরিবারের জন্য খাদ্য ও পানীয় সংগ্রহের দায়িত্বে রয়েছে। তার বাবা-মায়ের স্বাস্থ্য খারাপ, তাই এখন তাদের ভরণপোষণের দায়িত্ব তার উপর।

গাজা শহরের একটি পানি বিতরণ লাইনে অপেক্ষা করার সময় জানা সিএনএনকে বলেন, “আমি চাই না আমার বাবা ক্লান্ত হয়ে পড়ুক। এই কারণেই আমি শক্তিশালী। আমি শক্তিশালী থাকতে চাই, যাতে আমার বাবা কষ্ট না পান। আমার বাবা বয়স্ক এবং তার হৃদরোগ আছে। যদি তিনি বালতি বহন করার চেষ্টা করেন, তাহলে তিনি মারা যাবেন।”

বাবাকে কঠোর পরিশ্রম থেকে অবকাশ দিতে ছোট্ট মেয়েটি পুরো পথ ধরে পানি ভর্তি দুটি ভারী বালতি বহন করে বাড়ি ফিরে গেল। ভারী বোঝায় তার আঙুল লাল হয়ে গেছে। এই মুহূর্তে গাজাবাসীর জন্য অতিমূল্যবান পানিতে জানার জিন্সের প্যান্টটি ভিজে গেছে।

৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নৃশংস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খাবার ও পানি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। ১১ সপ্তাহেরও বেশি সময় আগে ইসরায়েল গাজায় সব ত্রাণের প্রবেশের উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর থেকে পরিস্থিতি আরেো ভয়াবহ হয়ে উঠেছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত জাতিসংঘ-সমর্থিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি পাঁচজনে একজন মানুষ অনাহারের সম্মুখীন হচ্ছে। ২১ লাখ মানুষের আবাসস্থল এই অঞ্চলটি মানবসৃষ্ট দুর্ভিক্ষের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। অনেক আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলকে যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার করার অভিযোগ করেছে।

কয়েক মাস ধরে গাজায় পরিষ্কার পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ ইসরায়েল পানি পরিশোধন এবং লবণাক্তমুক্তকরণ সরঞ্জামের প্রবেশ সীমিত করেছে। ইসরায়েলের দাবি, এই জিনিসগুলো অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে।

জানা সিএনএনকে বলেছেন, “আপনার জন্য একটা বালতি ভরাই মুশকিল হবে। কারণ সেখানে কোনো সঠিক লাইনিং ব্যবস্থা নেই এবং অপেক্ষার পর আপনি কিছু নাও পেতে পারেন। কখনও কখনও আমাদের পানি ছাড়াই চলে যেতে হয়।। আমি ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকি কেবল একটি বালতি ভরার জন্য। এটি একটি ভয়াবহ অনুভূতি।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টির প্রভাবে কমপক্ষে ৫৭ জন শিশু মারা গেছে। এদের মধ্যে জানার ভাইয়ের মেয়ে জানাতও ছিল।

জন্মের সময় জানাতের ওজন ছিল মাত্র ২ দশমিক ৬ কিলোগ্রাম।

তার মা আয়া সিএনএনকে জানান, শিশুটি বেড়ে উঠছিল এবং ওজনও বাড়িয়েছিল। কিন্তু জানাতের বয়স যখন ছয় সপ্তাহ তখন পরিস্থিতি বদলে যায়।

২ মার্চ ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে, এমনকি শিশুর ফর্মুলা দুধ এবং ওষুধসহ সবচেয়ে মৌলিক সরবরাহও গাজায় প্রবেশে বাধা দেয়।

আয়া জানান, তিনি জানাতকে বুকের দুধ খাওয়ানোর জন্য সংগ্রাম করছিলেন। শিশুটির দীর্ঘমেয়াদী ডায়রিয়া হয়, পানিশূন্যতা দেখা দেয় এবং শিগগিরই তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার চিকিৎসার প্রয়োজন হয়।

তিনি বলেন, “(হাসপাতালে) তারা বলেছিল, একটি বিশেষ চিকিৎসা দুধ আছে যা তার ওজন বাড়াতে এবং ডায়রিয়া বন্ধ করতে সাহায্য করবে- কিন্তু আমরা তা খুঁজে পাইনি। আমরা গাজাজুড়ে, হাসপাতাল থেকে হাসপাতাল, ফার্মেসি থেকে ফার্মেসি পর্যন্ত অনুসন্ধান করেছি। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ও আমাদের বলেছে যে এটি পাওয়া যাচ্ছে না।”

এপ্রিলের মাঝামাঝি সময়ে তোলা সিএনএন ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট শিশুটিকে আয়া শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তার ছোট্ট মুখমণ্ডলের হাড়গুলো চামড়ার নিচে, এবং তাকে চার মাস বয়সী শিশুর চেয়ে নবজাতকের মতোই বেশি দেখাচ্ছে। তার পাতলা, লম্বা আঙ্গুলগুলো কম্বল থেকে বেরিয়ে আসছে, এবং তাকে ঘুমন্ত দেখাচ্ছে। তার বড় বাদামী চোখই তার ক্লান্ত শরীরের একমাত্র অংশ যা নড়াচড়া করতে সক্ষম বলে মনে হচ্ছে, তার দৃষ্টি তার চারপাশে ঘোরাফেরা করার সময় লোকেদের অনুসরণ করে।

খাবার ও পরিষ্কার পানির অভাবে দুর্বল হয়ে পড়া জানাতের মাও বাঁচার জন্য লড়াই করছিলেন। এই পরিস্থিতিতে গাজার অনেক নতুন মায়ের মতো তারও বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। এর ফলে তিনি তার শিশুকে খাওয়াতে পারছিলেন না।

জানাতের অবস্থা আরও খারাপ হতে থাকে। শিশুটিকে তার শরীরের তাপমাত্রা বজায় রাখতে লড়াই করতে হচ্ছিল। ডাক্তাররা বলেছিলেন যে তার রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কম ছিল। তার অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অপুষ্টির কারণে তার কিডনি ও লিভার অকার্যকর হয়ে পড়ে এবং ফলস্বরূপ তার রক্ত ​​অ্যাসিডিক হয়ে যায়।

জানাতের মা বলেন, “আমি সারা বিশ্বের কাছে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিলাম। আমি কেবল চেয়েছিলাম কেউ তাকে বাঁচাক, তার প্রয়োজনীয় দুধ সরবরাহ করুক। কিন্তু কেউ সাহায্য করতে পারেনি। সবাই কেবল দেখছিল।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • এই কন্যা শিশুটি গাজায় তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য লড়ছে