আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার বিষয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্য ও দলের যুগ্ম-সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা সমকালকে এ বিষয়টি নিশ্চিত করেন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তার যাওয়া নিয়ে সংশয় রয়েছে।
  
জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা লাঞ্চের পরে যাবো। ঠিক কয়টায় যাবো সেটা এখনও ঠিক হয়নি। সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সকালের দিকের যাচ্ছি না– এটা নিশ্চিত। নাসীরুদ্দীন পাটওয়ারী যাবেন কী না– তা জানতে চাইলে তিনি বলেন, এটা তার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করছে। 

গত শুক্রবার ষষ্ঠ সাধারণ সভায় দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। দলের নিবন্ধন সংক্রান্ত ব্যাপারে ইসির সঙ্গে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম-সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব প্রদান করা হয়।

নিবন্ধনের আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি

নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি) রোববার বেলা দুইটায় ইসিতে নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে। শনিবার দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, একটি রাজনৈতিক দল হিসেবে ইসির সকল শর্তপূরণ করে আবেদন পত্র জমা দিতে যাচ্ছে দলটি। বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ড.

মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ইসি কার্যালয়ে উপস্থিত থাকবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প সদস য

এছাড়াও পড়ুন:

টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের এক কর্মী মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান। তিনি জানান, নিহত কর্মীর নাম শামিম আহম্মেদ (৪২)। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা।

আরও পড়ুনটঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের অন্তত ৫ কর্মী দগ্ধ২২ সেপ্টেম্বর ২০২৫

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ও জয়দেবপুরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী ও এক কর্মকর্তা দগ্ধ হন। তাঁদের উদ্ধার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে বাকিদের চিকিৎসা চলছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

সম্পর্কিত নিবন্ধ