আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার বিষয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্য ও দলের যুগ্ম-সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা সমকালকে এ বিষয়টি নিশ্চিত করেন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তার যাওয়া নিয়ে সংশয় রয়েছে।
  
জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা লাঞ্চের পরে যাবো। ঠিক কয়টায় যাবো সেটা এখনও ঠিক হয়নি। সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সকালের দিকের যাচ্ছি না– এটা নিশ্চিত। নাসীরুদ্দীন পাটওয়ারী যাবেন কী না– তা জানতে চাইলে তিনি বলেন, এটা তার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করছে। 

গত শুক্রবার ষষ্ঠ সাধারণ সভায় দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। দলের নিবন্ধন সংক্রান্ত ব্যাপারে ইসির সঙ্গে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম-সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব প্রদান করা হয়।

নিবন্ধনের আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি

নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি) রোববার বেলা দুইটায় ইসিতে নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে। শনিবার দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, একটি রাজনৈতিক দল হিসেবে ইসির সকল শর্তপূরণ করে আবেদন পত্র জমা দিতে যাচ্ছে দলটি। বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ড.

মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ইসি কার্যালয়ে উপস্থিত থাকবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প সদস য

এছাড়াও পড়ুন:

পেশীর শক্তি বাড়াতে যেসব খাবার খেতে পারেন

পেশী হল অত্যন্ত বিশেষায়িত সংকোচনশীল কোষ। যা পানি এবং এক-পঞ্চমাংশ প্রোটিন দিয়ে তৈরি। তাই পেশীর আকার ঠিক রাখতে এবং পেশী মেরামত করতে, নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রচুর পরিমাণে পানি পান করা গুরুত্বপূর্ণ।

পেশীর শক্তি বাড়ানোর জন্য প্রোটিন, শর্করা এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার অপরিহার্য। এই উপাদানগুলো পেশী মেরামত এবং গঠনে সহায়তা করে, পাশাপাশি শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। কোন কোন খাবার পেশীর শক্তি বাড়াতে সহায়তা দিতে পারে, চলুন জানা যাক। 

মুরগির মাংস
একশো গ্রাম মুরগির মাংস শরীরে ত্রিশ গ্রাম প্রোটিন এবং চার গ্রাম চর্বি সরবরাহ করতে পারে। যার কারণে অনেক ক্রীড়াবিদ নিয়মিত তাদের খাবার তালিকায় মুরগির মাংস অন্তর্ভুক্ত করেন। আপনিও খাবারে মুরগির মাংস যোগ করতে পারেন।

ডিম
ডিমে উচ্চ মানের প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং বি ভিটামিন রয়েছে। যা পেশী গঠনে সহায়তা করে।

মাছ
স্যামন এবং টুনা মাছ প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পেশীর ব্যথা কমাতে এবং পেশী বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

দই
দইতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে যা ব্যায়ামের পরে পেশী পুনরুদ্ধার এবং বৃদ্ধিতে সহায়তা করতে পারে। দইতে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড থাকে যা একটি বিশেষ ধরণের চর্বি। 

ডাল এবং বিনস
মটরশুঁটি, মসুর ডাল এবং অন্যান্য ডাল উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন এবং ফাইবারের ভালো উৎস।

টোফু
সয়াবিন থেকে তৈরি টোফু নিরামিষাশীদের জন্য প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। 

সূত্র: ফিচারফিট

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ