ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার
Published: 24th, June 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বগুড়ায় সৎ ছেলের মারধরে বাবার মৃত্যু
বগুড়ায় সৎ ছেলের মারধরে আহত টাইগার মিলন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, একইদিন বিকেলে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে মিলনকে মারধর করা হয়। তিনি কাহালু পালপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। অভিযুক্তের নাম শামীম হোসেন।
আরো পড়ুন:
টেকনাফে ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা
গলা কেটে বিড়াল হত্যা, থানায় জিডি
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত শামীম হোসেনকে আটক করা হয়েছে। মিলনের মরদেহ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিলন গত ৮-৯ বছর আগে কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের চার সন্তানের মা মেঘনা বেগমকে বিয়ে করেন। এরপর থেকে পশু হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত ভবনে বসবাস করতেন। মেঘনা বেগমের প্রথম স্বামীর ছেলে শামীম হোসেন তার সৎ বাবা মিলনকে মেনে নিতে পারেনি। এ নিয়ে মাঝে মধ্যে মিলনের সঙ্গে শামীমের ঝগড়া হত।
বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহকে কেন্দ্র করে শামীম লাঠি দিয়ে মিলনকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মিলন মারা যান।
ঢাকা/এনাম/মাসুদ