প্রায় দুই বছর আটকে থাকার পর জুলাইয়ে মুক্তি পাচ্ছে ‘অন্যদিন...’
Published: 24th, June 2025 GMT
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে থাকার পর আলোর মুখ দেখছে ‘অন্যদিন...’। জুলাইয়ে ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানান প্রযোজক সারা আফরীন। তবে মুক্তির দিনক্ষণ এখনো জানানো হয়নি।
এর আগে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় ছবিটির বিশেষ প্রদর্শনী ছিল। আমন্ত্রিত দর্শকেরা ছবিটি উপভোগ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন কামার আহমাদ সাইমন।
ছবিটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়িয়েছে। জুলাইয়ে সর্বসাধারণের জন্য মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন সিনেমার প্রযোজক ও নির্মাতা।
বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
..’ ছবির বিশেষ প্রদর্শনীতে অতিথিরা। কবির হোসেন
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তীব্র অপুষ্টিতে ১২ হাজার শিশু
ফিলিস্তিনের গাজায় খাদ্যসংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে শিশুমৃত্যুর সংখ্যাও বাড়ছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, গাজায় এখন পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে ৯৯ ফিলিস্তিনির। তাঁদের মধ্যে ৩৫ জনই শিশু।
শিশুদের দীর্ঘস্থায়ী অপুষ্টি নিয়ে সতর্ক করে জাতিসংঘ বলেছে, গাজায় পাঁচ বছরের নিচের ২ লাখ ৯০ হাজার শিশুর মধ্যে মাত্র ৮ হাজার ৭০০ শিশুকে প্রয়োজনীয় খাবার ও পুষ্টি উপকরণ সরবরাহ করা সম্ভব হয়েছে।
গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডব্লিউএইচওর সদর দপ্তরে মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, জুলাই মাসে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশুকে শনাক্ত করা হয়েছে, যারা তীব্র অপুষ্টিতে ভুগছে। এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এটিই এক মাসে সর্বোচ্চসংখ্যক শিশুর অনাহারে থাকার ঘটনা।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস