শতাধিক বাবুই পাখির ছানা হত্যার স্থানে তাল গাছের চারা রোপণ
Published: 6th, July 2025 GMT
ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে তালগাছ কেটে পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের স্থানে ও সড়কের পাশে অর্ধশত তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়। এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ব রবিউল হোসেন তুহিন, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন বলেন, “গত ২৭ জুন গুয়াটন এলাকার একটি তালগাছ কেটে ফেলা হয়। ওই তাল গাছে প্রায় পাঁচশতাধিক বাবুই পাখির বাচ্চা ছিল। গাছ কাটার ফলে বাচ্চাগুলো মারা যায়। জেলা যুবদলের পক্ষ থেকে ওই স্থানে অর্ধশত তাল গাছের চারা রোপণ করা হয়েছে।”
তিনি আরো বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে, পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে গাছ লাগানো হবে।”
স্থানীয়রা জানান, গত ২৭ জুন সকালে পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। প্রত্যেক বাসায় ডিম ও ছানা ছিল। গাছটি কাটার ফলে বাসাগুলো নিচে পড়ে ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও অধিকাংশই মারা যায়।
এ ঘটনায় দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.
ঢাকা/অলোক/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিজয় নিশ্চিত করতে আলেম ওলামাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার
সিদ্ধিরগঞ্জ -ফতুল্লা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আলেম ওলামারা জেগে উঠলে জাতি জেগে ওঠে। জাতির কল্যাণে সুন্দর সমাজ বিনির্মানে আলেম ওলামাদের জেগে ওঠতে হবে।
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪ এর জুলাই প্রতিটি বিপ্লবে আলেম ওলামাদের ভূমিকা ছিলো স্বরণীয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ আল্লাহভীরু নেতৃত্বের বিজয় নিশ্চিত করার লক্ষে আলেম ওলামাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
আলেম ওলামাদের নিয়ে "আলেম সমাজের ভূমিকা শীর্ষকৃ" আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে রবিবার (৬ জুলাই) সকালে চিটাগাং রোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মনির হোসেন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুূদ্দিন মনির থানা আমীর কফিল আহমেদ সহ স্থানীয় আলেম ওলামাগন।