পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নেছারউদ্দিন আহমেদ টিপুকে ( দৈনিক প্রথম আলো) সভাপতি ও অমল মুখার্জিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।  

শনিবার (৫ জুলাই) রাতে সাধারণ পরিষদের সভায় সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে নতুন সভাপতি ও সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন৷ আগামী ১৩ মাস এ কমিটি বহাল থাকবে। গত বছরের ২১ জুলাই ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  

নতুন সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আমরা কলাপাড়াবাসীসহ বিভিন্ন সংগঠন। 

আরো পড়ুন:

রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ শোধ করতে পারব না: দুলু

১৫ বছর কী ধরনের সাংবাদিকতা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে: প্রেস সচিব

ঢাকা/ইমরান/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গঠন কর কল প ড় কল প ড

এছাড়াও পড়ুন:

খুলনায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনিমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। অনিমার বাবার বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন চিকিৎসক খান আহমেদ ইশতিয়াক বলেন, বেশ কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর নানা জটিলতা নিয়ে ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনিমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে সে মারা যায়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায়, গত জানুয়ারি থেকে খুলনা বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে ৪৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে বর্তমানে ৫৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩৭০ জন রোগী সুস্থ হয়েছেন। ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মোট ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৮ জন।

সম্পর্কিত নিবন্ধ