যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধে ইউক্রেনে রুশ আক্রমণের তীব্রতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কিয়েভ। একই সঙ্গে, চতুর্থ বছরে গড়ানো এ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউস ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করার কথা জানায়। খবর বিবিসির। 

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও বিভিন্ন দেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি পর্যালোচনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ‘আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যে কোনো বিলম্ব শুধু আগ্রাসী রাষ্ট্রকে যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতে উৎসাহিত করবে, শান্তির পথে আসতে নয়। বিশেষ করে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। কারণ, প্রায় প্রতি রাতেই রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। 

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিয়েভের এক কূটনীতিককে বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র সরবরাহ স্থগিত বা পুনর্বিবেচনা করা হয়েছে– এমন বিষয়ে তারা এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পায়নি। 

এদিকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাঁর মৃত্যু হয়। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এ তথ্য জানান। 

এর আগে অনানুষ্ঠানিক রুশ ও ইউক্রেনীয় টেলিগ্রাম সামরিক চ্যানেলগুলোয় জানানো হয়, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের কোরেনেভোয় একটি কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় গুডকভসহ ১০ সেনা নিহত হয়েছেন। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর গুডকভ কিয়েভের হামলায় নিহত সবচেয়ে জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তাদের একজন। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি। কিয়েভ তাঁকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছিল। 

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের মিলোভ গ্রাম দখল করার দাবি করেছে রুশ বাহিনী। গতকাল তারা জানিয়েছে, গ্রামটি দখল করে সীমান্তে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। রাশিয়ার দাবির বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পোলতাভা শহরে রাশিয়ার হামলায় দু’জন নিহত এবং একটি সামরিক নিয়োগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ইউক্রেনীয় সামরিক ও আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র র ইউক র ন র

এছাড়াও পড়ুন:

সরকারি পানির লাইনে পোকা, শামুক, দুর্গন্ধ

ময়মনসিংহ সিটি করপোরেশনের যাত্রা সাত বছর আগে শুরু হলেও এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকেরা। প্রায় দেড় লাখ নিম্নআয়ের মানুষের চাহিদা থাকলেও সংযোগ আছে মাত্র সাত হাজার পরিবারের। বিকল্প উপায়ে বাসিন্দারা সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি তুলছেন, যা ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছে।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, ‘পৌরসভা থাকার সময় যে সব পানির গ্রাহক ছিলেন, এখনো তাঁরাই আছেন। পানির সংযোগ ও পাম্পহাউসগুলো পৌরসভার সময়ের পুরোনো। সিটি করপোরেশন হওয়ার পর জনগণ বেড়েছে, কিন্তু পানি সরবরাহের সক্ষমতা বাড়েনি। আমাদের রাজস্ব আয় খুব সামান্য, সরকার থেকে বিশেষ প্রকল্প দেওয়া না হলে বড় কোনো প্রকল্প নেওয়ার সক্ষমতা নেই।’

টাকায় কেনা দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি

নগরের বাসিন্দাদের প্রতি মাসে পানি সংযোগের জন্য ১৫০ টাকা বিল দিতে হয়। এর সঙ্গে হোল্ডিং ট্যাক্সে যোগ হয় পানির রেইট খাতে মোট বিলের ৩ শতাংশ চার্জ। তবু সরকারি লাইনে আসে দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি। এই পানি ব্যবহারে শরীরে চুলকানিসহ নানা সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ তাঁদের।

ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনিতে প্রায় তিন হাজার নিম্নআয়ের পরিবারের বসবাস। সেখানে আছে সিটি করপোরেশনের পানির সংযোগ। প্রতিদিন সকাল ৭টা, দুপুর ১২টা ও বিকেল ৪টায় লাইনে পানি আসে। পানি পেতে বাসিন্দারা আগেভাগেই বালতি-বোল পেতে রাখেন। ময়লা পানি আসায় পাইপ ও কলের মুখে কাপড় বা টিস্যু ব্যাগ বেঁধে রাখেন, যাতে কিছুটা ছেঁকে নেওয়া যায়।

ময়না বেগম নামের এক বাসিন্দা বলেন, পানিতে পোকা ও শামুক পর্যন্ত আসে। এ থেকে ভয়ানক দুর্গন্ধ বের হয়। এই পানি ব্যবহার করলে শরীরে চুলকানি হয়।
আম্বিয়া খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেড় শ টাকা বিল দিই, আবার পচা পানি পাই—এইডা আমরা চাই না। আমরা ভালা পানি চাই।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘বর্তমানে সিটি করপোরেশন বিষয়টিকে একেবারে অবহেলা করছে। দূষিত পানি ঘরে ঘরে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি ওয়ার্ডে নিরাপদ পানি সরবরাহ করা হোক।’

তুলনামূলক পরিষ্কার পানি পেতে পাইপের মুখে কাপড় বাঁধছেন এক নারী। সম্প্রতি নগরের বাঁশবাড়ি কলোনিতে

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানি চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে ভারত
  • ৩ দিন বিদ্যুৎহীন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  • তেল চুরি শুরু জাহাজ থেকে
  • ২০০ বছর পর বন্ধ হচ্ছে ‘বেকার অ্যান্ড টেইলর’
  • পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালে: রাজনাথ সিংয়ের হুমকি
  • রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিচ্ছেন না ট্রাম্প
  • হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি
  • সরকারি পানির লাইনে পোকা, শামুক, দুর্গন্ধ
  • হোয়াইট হাউজ থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি
  • দ্রুত বিদ্যুৎ-গ্যাস দিন, চালু করুন