যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা বন্ধে রুশ আগ্রাসন বাড়ার শঙ্কা
Published: 4th, July 2025 GMT
যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধে ইউক্রেনে রুশ আক্রমণের তীব্রতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কিয়েভ। একই সঙ্গে, চতুর্থ বছরে গড়ানো এ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউস ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করার কথা জানায়। খবর বিবিসির।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও বিভিন্ন দেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি পর্যালোচনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ‘আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যে কোনো বিলম্ব শুধু আগ্রাসী রাষ্ট্রকে যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতে উৎসাহিত করবে, শান্তির পথে আসতে নয়। বিশেষ করে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। কারণ, প্রায় প্রতি রাতেই রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিয়েভের এক কূটনীতিককে বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র সরবরাহ স্থগিত বা পুনর্বিবেচনা করা হয়েছে– এমন বিষয়ে তারা এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পায়নি।
এদিকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাঁর মৃত্যু হয়। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এ তথ্য জানান।
এর আগে অনানুষ্ঠানিক রুশ ও ইউক্রেনীয় টেলিগ্রাম সামরিক চ্যানেলগুলোয় জানানো হয়, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের কোরেনেভোয় একটি কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় গুডকভসহ ১০ সেনা নিহত হয়েছেন। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর গুডকভ কিয়েভের হামলায় নিহত সবচেয়ে জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তাদের একজন। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি। কিয়েভ তাঁকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছিল।
ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের মিলোভ গ্রাম দখল করার দাবি করেছে রুশ বাহিনী। গতকাল তারা জানিয়েছে, গ্রামটি দখল করে সীমান্তে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। রাশিয়ার দাবির বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পোলতাভা শহরে রাশিয়ার হামলায় দু’জন নিহত এবং একটি সামরিক নিয়োগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ইউক্রেনীয় সামরিক ও আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র র ইউক র ন র
এছাড়াও পড়ুন:
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের নয়টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।