গত দুদিনের টানা বৃস্টিতে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃস্টি হয়েছে। প্রতিটি রাস্তা-ঘাট, অলি-গলি হাটু সমান পানির নীচে তলিয়ে গেছে।

বিভিন্ন বাসা বাড়ী এমনকি মসজিদের ভিতরে পানি ঢুকেছে। যা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটচ্ছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের সৃস্টি হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা হচ্ছে। 

মসজিদে পানি ঢোকার কারণে মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছেন না, যা তাদের ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

সরেজমিনে মসজিদটি ঘুরে এবং মুসুল্লিদের  সঙ্গে কথা বলে জানা যায়, গত দুদিনের  টানা বৃস্টিতে মসজিদের নীচতলায় পানি উঠে গেছে। ফলে নিচতলায় নামাজ আদায় করতে পারছেনা মুসল্লিরা।

শুধু তাই নয় মসজিদে প্রবেশের রাস্তা কমর সমান পানি নীচে তলিয়ে গেছে। বৃস্টিতে ভরে যাওয়া ড্রেন থেকে উঠে আসা নোংরা পানি দিয়ে মসজিদে আসা সম্ভব হয়ে উঠছেনা মুসুল্লিদের।

ফতুল্লার লালপুর ও পৌষাপুকুর পাড়  এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভ্যানগাড়ী চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য পথ পাড়ি দিতেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

আরেকটু পানি বৃদ্ধি পেলে নৌকা ছাড়া চলাচল অসম্ভব হয়ে দাড়াবে। সেক্ষেত্রে  অতিরিক্ত ভাড়ার পাশাপাশি ভোগান্তি চরমে পৌছাবে। পায়ে হেটে চলাতো দুরের কথা মটর রিক্সা, মিশুক ও চলাচল করতে পারছেনা রাস্তা দিয়ে। 

স্থানীয়দের অনেকেই ক্ষোভ থেকে বলেন,সরকার পরিবর্তন হয় ঠিকই কিন্ত লালপুর -পৌষাপুকুর  এলাকাবাসীর ভাগ্য  পরিবর্তন হয়না। ১৬ বছর যাবৎ কোনো সংস্কার নেই এ এলাকায়। যত দিন যাচ্ছে সাধারণ মানুষরে ভোগান্তি ততই বাড়ছে । এই এলাকার সংস্কার যে কবে হবে একমাত্র আল্লাহ জানে। 

এখন আমরা প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে এই লালপুরের ড্রেনগুলো ও রাস্তা দ্রুত সংস্কার করে লালপুরবাসীর ভোগান্তি লাঘব হবে। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজ অর্থায়নে ড্রেন পরিস্কার ও পাম্পকে সচল করে জলাবদ্ধতা নিরসনে কাজ করেছে। 

তাই অন্যান্যবারের তুলনায় এবার জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়নি। কিন্ত গত দুদিনের টানা বৃস্টিতে এলাকার রাস্তা, বাড়ীঘরসহ মসজিদেও পানি ঢুকেছে।

স্থানীয় ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন জানান, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও শাহ আলম সাহেবের অর্থায়নে সচল হওয়া তিনটি পাম্প একযোগে  চালু করা হয়েছে। কিন্ত বৃস্টির কাছে আমরা অসহায় হয়ে পরেছি।

এভাবে আরো কয়েক ঘন্টা বৃস্টি হলে পরিস্থিতি ভয়াবহ আকারে রুপ নিবে। আল্লাহই এখন আমাদের একমাত্র ভরসা। তিনিই পারেন লালপুর- পৌষাপুকুর পাড় এলাকাবাসীকে এ বিপদ থেকে রক্ষা করতে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মসজ দ

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ