বগুড়ার দুপচাঁচিয়ায় নিজ বাড়ি থেকে হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূ ও তাঁর শ্বশুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব হোসেন (৭০) ও তাঁর ছেলের বউ রিভা আকতার (২৮)। রিভার স্বামী মো.

শাহজাহান সৌদি আরবে থাকেন। তাঁদের বাড়ির আসবাব তছনছ করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি চুরি বা ডাকাতির ঘটনা। স্বজনেরা বলছেন, বাড়ি থেকে কয়েক লাখ টাকার মালপত্র খোয়া গেছে। জমি নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত আফতাব হোসেনের দুই ছেলে। এর মধ্যে বড় মো. শাহজাহান সৌদি আরবে থাকেন। তাঁর স্ত্রী রিভা আকতার ছেলে নীরব ও মেয়ে মালিহাকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় থাকেন।

স্বজনেরা জানান, গতকাল মঙ্গলবার রাতে আফতাব হোসেন তাঁর ঘরে এবং রিভা তাঁর মেয়ে মালিহাকে (৫) নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। আজ সকালে মালিহা তার পাশে হাত বাঁধা ও গলায় ফাঁস অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে। পরে সে পাশের বাড়ির লোকজনকে খবর দেয়। প্রতিবেশীরা এসে ঘরের বাইরে আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলা—সম্ভাব্য সবদিক বিবেচনা করে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফত ব হ স ন

এছাড়াও পড়ুন:

আরও ৬ দেশের ওপর ৩০% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

আরও ছয়টি দেশের ওপর ৩০% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


এর আগে বুধবার ১৪ দেশে ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।

সম্পর্কিত নিবন্ধ